শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১১:৫৮

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

অনলাইন ডেস্ক

আজ ১৭ জুন চাঁদপুরের সর্বাধিক প্রচারিত ও পাঠক সমাদৃত পত্রিকা ‘চাঁদপুর কণ্ঠে’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে ২৭ বছর আগে ইলিশের রাজধানী চাঁদপুর শহর থেকে প্রকাশিত হয় চাঁদপুর কণ্ঠ। প্রথমে সাড়ে ৪ বছর সাপ্তাহিক, তারপর দৈনিক। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ পূর্ণ যৌবনে। ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে আজ পা রাখলো। একটি পত্রিকার নিরবচ্ছিন্ন প্রকাশনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে চাঁদপুর কণ্ঠ। পত্রিকাটির প্রিন্টিং সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণের পাঠকও খুবই আশাব্যঞ্জক। পাঠকের এই অকৃত্রিম ভালোবাসা চাঁদপুর কণ্ঠকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা রাখছে।

২০০৯ সাল থেকে এই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলাব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছিলো। ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর চাঁদপুর কণ্ঠের আয়োজনে ‘পাঞ্জেরি-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’ নামে এই প্রতিযোগিতা হতো চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে। এই প্রতিযোগিতা পুরো জেলাব্যাপী শিক্ষার্থীদের মাঝে এক উৎসবে পরিণত হতো। এই উৎসবের আমেজে সকলে আন্দোলিত হতো। কিন্তু গত বছর তথা ২০২০ সালে বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর কারণে থেমে যায় বিতর্ক প্রতিযোগিতা এবং থমকে যায় চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। গত বছর এদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের শুভেচ্ছা এবং ২৬ বছরপূর্তির একটি বিশেষ সংখ্যা প্রকাশ করা ছাড়া অন্য কোনো আয়োজন ছিলো না। এবারো করোনা পরিস্থিতির একই অবস্থা। তবে এবার চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে। আজ বিকেল পাঁচটায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক উদ্যাপন অনুষ্ঠিত হবে। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (৩য় তলায়) এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি ভার্চুয়াল পদ্ধতিতে চাঁদপুর কণ্ঠের এ আয়োজনে অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার)। আরো বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। এছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়