প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৬
‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল’
জেলা শিল্পকলা একাডেমিতে চলছে ১৬ দিনব্যাপী জমজমাট সাংস্কৃতিক উৎসব

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ উৎসবটি চলছে ৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে আগামী ২৪ অক্টোবর শুক্রবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে। পক্ষকালব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি। দীর্ঘ ষোলো দিনের এ উৎসবে প্রতিদিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাÑসংগীত, নৃত্য, নাটক ও আলোচনা সভা। জেলার খ্যাতনামা সংগঠনগুলো তাদের নিজস্ব আয়োজন নিয়ে অংশ নিচ্ছে উৎসবের প্রতিটি দিনে।
৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) উৎসবের উদ্বোধনী দিনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পর্দা উঠে ১৬ দিনব্যাপী এ আয়োজনের। বর্ণাঢ্য র্যালিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে।
উৎসবের ২য় দিন ১০ অক্টোবর শুক্রবার মঞ্চে উঠে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তন ও নৃত্যকথন সংগঠনের শিল্পীরা। এতে বিভিন্ন সংগীত পরিবেশন ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে দুটি সংগঠনের শিল্পীরা।
তৃতীয় দিন ১১ অক্টোবর শনিবার বিভিন্ন সংগীত পরিবেশন করে সুরধ্বনি সংগীত একাডেমির শিল্পীরা ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে নৃত্যধারা সংগঠনের নৃত্যশিল্পীরা। তাদের নৃত্য ও সংগীত উপস্থাপনায় উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত আবহ।
উৎসবের ৪র্থ দিন ১২ অক্টোবর রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বহুবচন আবৃত্তি সংগঠন ও নৃত্যাঙ্গনের শিল্পীরা।
১৩ অক্টোবর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুরসাধন শিল্পী গোষ্ঠী ও প্রতিভা সাংস্কৃতিক সংগঠন। এদিন রাতে অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘অতলস্পর্শী অনুভব’।
উৎসবের ৬ষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্বদেশ সাংস্কৃতিক সংগঠন ও ফিউচার নৃত্য সংগঠন। রাতে মঞ্চস্থ হয় স্বরলিপি নাট্যগোষ্ঠীর নাটক। আজ
১৫ অক্টোবর বুধবার ৭ম দিনে অংশ নেবে অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন এবং মঞ্চস্থ হবে চাঁদপুর ড্রামার নাটক ‘বৌমা’।
উৎসবের ৮ম দিনে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিশেষ আয়োজনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন (মনিরা ভবন)-এ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক উৎসবের ৯ম দিন ১৭ অক্টোবর শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে লালন ও বাউল গানের অনুষ্ঠান।
১৮ অক্টোবর শনিবার ১০ম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সপ্তরূপা নৃত্য শিক্ষালয় এবং রাতে মঞ্চস্থ হবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক ‘ছি!’
১৯ অক্টোবর রোববার ১১ তম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং বাঁধন নৃত্য সংগঠন। রাতে মঞ্চস্থ হবে মেঘনা থিয়েটারের নাটক।
২০ অক্টোবর সোমবার ১২ তম দিনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের শিল্পীরা। রাতে মঞ্চস্থ হবে বাবুরহাট অরূপ নাট্যগোষ্ঠীর নাটক।
২১ অক্টোবর মঙ্গলবার সাংস্কৃতিক উৎসবের ১৩ তম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও সংগীত নিকেতন। রাতে নাটক পরিবেশ করবে নটমঞ্চ চাঁদপুরের শিল্পীরা।
২২ অক্টোবর বুধবার ১৪তম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও জয়ধ্বনি সঙ্গীত শিক্ষায়তন। রাতে মঞ্চস্থ হবে অনন্যা নাট্য গোষ্ঠীর নাটক।
২৩ অক্টোবর বৃহস্পতিবার ১৫তম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে রংতুলি ও সপ্তসুর সঙ্গীত একাডেমির শিল্পীরা। সবশেষে মঞ্চস্থ হবে বর্ণমালা থিয়েটারের নাটক ‘দ্যা ট্রাপ’।
১৬ দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন ২৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে সমাপনী দিনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এদিন উৎসবের সেরা পরিবেশনা ও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সবশেষে জাসাস চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে বিভিন্ন গান নিয়ে জমজমাট কনসার্ট।
দীর্ঘ বিরতির পর এমন বৃহৎ সাংস্কৃতিক আয়োজন চাঁদপুরের শিল্পকলায় নতুন প্রাণ সঞ্চার করেছে। প্রতিদিনের আয়োজনকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠছে শিল্পপ্রেমীদের মিলনমেলা।
সংগঠকরা জানান, এই উৎসবের মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় হবে।