রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:২০

হাউস অব কমন্সে ড. আজিজুল আম্বিয়া সম্মানিত

প্রবাসীকণ্ঠ ডেস্ক
হাউস অব কমন্সে ড. আজিজুল আম্বিয়া সম্মানিত

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো রহমত আলী ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কমিটি রুম ৯-এ। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেন পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আপসানা বেগম এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস মিনিস্টার আকবর হোসেন, খ্যাতিমান শিল্পী শুভ্র দেবসহ কমিউনিটির বহু গুণীজন।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে দৈনিক প্রবাহ বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি, লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আপসানা বেগম এমপির হাত থেকে পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি প্রবাসী সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি।”

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধাইসার গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. আজিজুল আম্বিয়া। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে ভারত থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত আছেন। কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাস রচনার পাশাপাশি তিনি বাংলাদেশী ও প্রবাসী বাংলা পত্রিকায় নিয়মিত লেখালিখি করে আসছেন। বর্তমানে তিনি সমধারা সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা’, ‘সমধারা সাহিত্য পুরস্কার’ এবং ‘গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’সহ একাধিক পুরস্কার। অনুষ্ঠানে আপসানা বেগম এমপির জীবনীও সংক্ষেপে তুলে ধরা হয়। ২০১৯ সালে নির্বাচিত হয়ে তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিতা এমপি হওয়ার গৌরব অর্জন করেন। মানবাধিকার, নারী অধিকার, অভিবাসী অধিকার ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। পাশাপাশি তিনি সংসদে প্রথমবারের মতো সিলেটি ভাষায় বক্তব্য রেখে ইতিহাস সৃষ্টি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়