রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৭

চতুর্থবারের মতো বিশ্বকাপে মিশর

আফছার হোসাইন, কায়রো থেকে
চতুর্থবারের মতো বিশ্বকাপে মিশর

মিশরের জাতীয় ফুটবল দল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। কোচ হোসাম হাসানের নেতৃত্বে ফারাওরা জিবুতিকে ৩-০ গোলে পরাজিত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এটি মিশরের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে ওঠা।

বুধবার সন্ধ্যায় মরক্কোর কাসাব্লাঙ্কার আরব জাওলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের নবম রাউন্ডের এই ম্যাচ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। ম্যাচের অষ্টম মিনিটে আহমেদ সায়েদ ‘জিজো’-এর নিখুঁত ক্রসে ইব্রাহিম আদেল দলের পক্ষে প্রথম গোলটি করেন। এর মাত্র ছয় মিনিট পরই ট্রেজেগেটের পাস থেকে অধিনায়ক মোহাম্মদ সালাহ দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৮৪তম মিনিটে মারওয়ান আতিয়ার পাস থেকে আবারও গোল করেন সালাহ, নিশ্চিত করেন দলের জয় ও বিশ্বকাপের টিকিট।

এই জয়ের ফলে মিশর ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান পোক্ত করেছে। সাত জয় ও দুটি ড্র থেকে ২৩ পয়েন্ট নিয়ে ২০২৬ সালের কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।

মিশরের ফুটবলপ্রেমীরা দেশের নানা প্রান্তে এ ঐতিহাসিক জয় উদ্যাপন করছেন। দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপে ফেরায় জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়