রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৪

মালয়েশিয়াতে ট্রাম্পের সফর বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
মালয়েশিয়াতে ট্রাম্পের সফর বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয় কমপ্লেক্সের সামনে ড্রাম বাজিয়ে ও স্লোগান দিতে দিতে ট্রাম্প ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিলো--“Dump Trump”, “No Welcome for War Criminals” এবং “Free Palestine Now”।

বিক্ষোভকারীদের প্রতিনিধি দল পরে ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে তারা ট্রাম্পের আমন্ত্রণ বাতিল, ইসরায়েল সংশ্লিষ্ট বিনিয়োগ থেকে সরকারকে বিচ্ছিন্ন করা এবং ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার ঐতিহ্যগত সমর্থন পুনর্ব্যক্তের আহ্বান জানান।

বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, তারা আগামী দিনগুলোতে আরও কর্মসূচি হাতে নিয়েছেন—যার মধ্যে রয়েছে গাড়িবহর শোভাযাত্রা, ফ্ল্যাশ মব এবং ২৬ অক্টোবর আমপাং পার্ক এলাকায় 'Dump Trump' নামে এক বৃহৎ সমাবেশ, যেদিন ট্রাম্পের মালয়েশিয়া আগমনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ট্রাম্পের আসন্ন সফর বাতিলের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চাপ বাড়ছে। আসিয়ানের চলতি সভাপতিত্বে থাকা মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের সংলাপ অংশীদার হিসেবে গুরুত্ব দেওয়ার যুক্তি দেখিয়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে—এমন ব্যাখ্যা দিলেও, ধর্মীয় ও বুদ্ধিজীবী মহলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ফেডারেল টেরিটোরিজের মুফতি আহমাদ ফাউয়াজ ফাদজিল ট্রাম্পবিরোধী আন্দোলনকে ‌‘অতি আবেগপ্রবণ ও উগ্র মনোভাবের প্রকাশ’ বলে মন্তব্য করলে মুসলিম সমাজ ও প্রো-প্যালেস্টাইন গোষ্ঠীগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইসলামিক রেনেসাঁ ফ্রন্টের পরিচালক ড. আহমাদ ফারুক মুসা এ মন্তব্যের কঠোর নিন্দা জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনি গণহত্যার মূল পৃষ্ঠপোষককে স্বাগত জানানোই প্যালেস্টাইন ইস্যুর প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।’

বিশিষ্ট বুদ্ধিজীবী ও চিন্তাবিদ চন্দ্র মুজাফফরও প্রধানমন্ত্রীকে ‘ভদ্র ও মর্যাদাপূর্ণ ভাষায় ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাহার’ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যায় ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এমন এক ব্যক্তির প্রতি কোনো ইতিবাচক ইঙ্গিত মালয়েশীয় জাতির বৃহৎ অংশের কাছে ঘৃণার কারণ হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয় মালায়ায় অনুষ্ঠিত একটি প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ প্রশাসন কর্তৃক বাধাগ্রস্ত হওয়ার পর শিক্ষার্থীদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। গত বছর একই বিশ্ববিদ্যালয়ে এক প্রো-জায়নিস্ট বক্তাকে আমন্ত্রণ জানানো নিয়েও প্রশাসন সমালোচনার মুখে পড়ে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফর ঘিরে মালয়েশিয়ায় রাজনৈতিক ও জনমত উভয়ক্ষেত্রেই উত্তেজনা বেড়েই চলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়