প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ
১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৯১। উহারা বলিল, ‘হে শুআয়ব! তুমি যাহা বল তাহার অনেক কথা আমরা বুঝি না। এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখিতেছি। তোমার স্বজনবর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নহ।’