রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮

দার্শনিকের দৃষ্টিতে বার্ধক্যের আশাবাদ

হাসান আলী
দার্শনিকের দৃষ্টিতে বার্ধক্যের আশাবাদ

দার্শনিকরা জীবন ও জগতের নানান প্রশ্নের উত্তর দেন এবং সমাধানের পথ দেখান।

বার্ধক্য নিয়ে দার্শনিকরা কী ভেবেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

১. “বার্ধক্যে সুখী থাকার একমাত্র উপায় হলো, একটি সৎ জীবন যাপন করা”--সক্রেটিস।

২. “বার্ধক্য গভীর শান্তি ও মুক্তির অনুভূতি এনে দেয়।”--প্লেটো

৩. “অভিজ্ঞতা কখনো প্রতারণা করে না; ভুল করে আমাদের বিচার শক্তি।”--এরিস্টটল।

৪. “বার্ধক্য হলো জীবনের মুকুট, আমাদের নাটকের শেষ অঙ্ক।”-- সিসেরো।

৫. “বার্ধক্যকে ভালোবাসুন; উপভোগ করতে জানলে এও আনন্দে ভরপুর।”-- সেনেকা।

৬. “সত্তুরের পর আমি হৃদয়ের ইচ্ছাকে নৈতিকতার সীমা না ভেঙ্গে অনুসরণ করতে পারতাম।”--কনফুসিয়াস।

৭. “দর্শন চর্চা মূলত মৃত্যুকে গ্রহণ করার পাঠ।”--মন্টেন।

৮. “যৌবনে আমরা শিখি, বার্ধক্যে এসে আমরা সত্যিকার ভাবে বুঝতে পারি।”-- শোপেনহাওয়ার।

৯. “জীবনের একমাত্র অর্থ হলো মানবতার সেবা করা।”--টলস্টয়।

১০. ‘’মৃত্যু ভয় কাটানোর শ্রেষ্ঠ উপায় হলো জীবনকে অর্থবহ করে তোলা।”-- বার্ট্রান্ড রাসেল।

১১. “ জীবনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা নয়, আমরা কোন্ দিকে অগ্রসর হচ্ছি সেটাই বড়ো কথা।”--জর্জ স্যাস্টায়ানা।

১২. “বার্ধক্যে এসে আমরা বুঝতে পারি--সুখের জন্যে খুব সামান্য জিনিসই যথেষ্ট। “-- এপিকিউরাস।

১৩. “তুমি যতদিন বেঁচে আছো জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতার সঙ্গে বাঁচো।”--মার্কাস আরেলিয়াস।

১৪. “বার্ধক্যে সৌন্দর্য হলো--সরলতা, শান্তি ও আত্মসমর্পণ।”-- লওৎসু।

১৫. “বার্ধক্য মানে থেমে যাওয়া নয়, বরং জীবনকে নতুন রূপে খুঁজে নেওয়া।”-- ওয়ান্ডো এমারসন।

১৬. “যে হৃদয় সর্বদা যুবক, তার কাছে বার্ধক্য কিছুই নয়।”-- গ্যেটে।

১৭. “যে ভালোবাসতে জানে, তার বার্ধক্যও বসন্তের মতো।”--জ্যঁ জ্যাক রুশো।

১৮. “ বয়স বাড়লেও কর্তব্যবোধ ও নৈতিকতা কখনো ক্ষয় হয় না।”--ইমানুয়েল কান্ট।

১৯. “বার্ধক্যে জীবনের ধীর গতি, প্রকৃতির সঙ্গেই গভীর মিল খুঁজে পায়।”--হেনরী ডেভিড থোরো।

২০. “জীবনকে পেছনে ফিরে বুঝতে হয়, কিন্তু তাঁকে সামনের দিকে বাঁচতে হয়। বার্ধক্য এই সত্যটি স্পষ্ট করে দেয়”-- কিয়ের্কে গার্ড।

২১. “জ্ঞানই বার্ধক্যের প্রকৃত ধন, যা কেউ কেড়ে নিতে পারে না।’’--জন লক।

২২. “বার্ধক্য হলো অভিজ্ঞতার ভাণ্ডার, যেখানে প্রতিটি ক্ষতচিহ্ন একটি গল্প বলে।”--থমাস হবস।

২৩. “প্রবীণ বয়সে সুখ আসে অতীতকে শান্ত হৃদয়ে মেনে নেওয়ার মাধ্যমে।”-- ডেভিড হিউম।

২৪. “যে জীবনের প্রতি হ্যাঁ বলতে জানে তার কাছে বার্ধক্যও সৃষ্টির আরেকটি সুযোগ।”--ফ্রেডরিক নিটশে।

২৫. “বার্ধক্য জীবনের পরিপক্কতা, যা কেবল সময়ের ফসল নয় বরং মানসিক বিকাশেরও ফল।”--আলফ্রেড নর্থ হোয়াইট হেড।

২৬. “প্রবীণ বয়সে আমাদের সবচেয়ে সম্পদ হলো স্মৃতি, যা আমাদের পরিচয় গড়ে তোলে।”--হান্না আরেন্ট।

২৭. “বার্ধক্য একটি জীবন্ত প্রক্রিয়া, যাকে মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হয়।”--সিমোন দ্য বেভোয়ার।

২৮. “প্রবীণ জীবনে স্বাধীন চিন্তাই সর্বাধিক প্রয়োজনীয়, কারণ এ সময় মানুষ নিজের মতো বাঁচতে শেখে।”--জন স্টুয়ার্ট মিল।

২৯. “বার্ধক্য হলো জীবনের গল্প পুনর্লিখনের শেষ সুযোগ। “--মিশেল ফুকো।

৩০. “শীতের গভীরে এসে আমি শিখেছি আমার ভেতরে এক অদম্য গ্রীষ্ম লুকিয়ে আছে--বার্ধক্য আমাকে এই শিক্ষা দিয়েছে।”-- আলবেয়ার কামু।

৩১. “পুঁজিবাদ প্রবীণদের অভিজ্ঞতাকে যথাযথ সম্মান দেয় না।”--কার্ল মার্ক্স।

৩২. “বৌদ্ধ দর্শনে বার্ধক্য কষ্টের একটি উৎস কিন্তু এর মধ্য দিয়ে অনিত্যতার বোধ জন্মায়।”--গৌতম বুদ্ধ

৩৩. “মূর্খের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু প্রবীণের জ্ঞান অমৃতের সমান।”-- চানক্য।

৩৪. “চুল পাকলো, মাথা ন্যাড়া হলো, কিন্তু কামনা ত্যাগ হলো না।”--শংকরাচার্য।

৩৫. “বুড়ো বয়সের সুখ/বসন্তের মতো ফোটে।”--রবীন্দ্রনাথ ঠাকুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়