মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫

মতলব উত্তরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শিক্ষিত হও তাহলে তোমরা আকাশ ছুঁতে পারবে : ইউএনও গাজী শরিফুল হাসান

মাহবুব আলম লাভলু
শিক্ষিত হও তাহলে তোমরা আকাশ ছুঁতে পারবে : ইউএনও গাজী শরিফুল হাসান

মতলব উত্তর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামানের সভাপ্রধানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির জন্যে দিবসটি পালন করা হচ্ছে। আমরা যদি শিশু-বিবাহ থেকে মুক্ত রেখে কন্যা শিশুদেরকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে তারাও নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে পারবে।

তিনি আরো বলেন, কন্যা শিশুরা শিক্ষিত হলে এবং তাদের অধিকার নিশ্চিত করা গেলে আমরা সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিশুবিবাহ বন্ধে আমাদেরকে আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। শিশু-বিবাহ কন্যা শিশুর মানবাধিকার লঙ্ঘন করে। তারা তাদের অধিকার পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই শিশু বিবাহ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে।

কন্যা শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, কোনো বাধাই বাধা নয়, তোমরা চাইলেই এগিয়ে যেতে পারবে। তোমরা যদি শিশু বয়সে বিয়ে না করে শিক্ষিত হও তাহলে তোমরা আকাশ ছুঁতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়