প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৮
মতলব উত্তরে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
বুধবার(২৯ সেপ্টেম্বর) মতলব উত্ত্ উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অথতথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ কুদ্দুস।
|আরো খবর
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোভিড-১৯ পরিস্থিতিতে পূজামন্ডপসমূহে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। সভায় জানানো হয়, পূজামন্ডপ এলাকায় নিরবিচ্ছবিদ্যুৎ সরবরাহে পল্লীবিদ্যুৎ সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, যেকোন দুর্ঘটনা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। পূজামন্ডপ এলাকায় যেন যানজটের সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ নিয়োজিত থাকবে।