বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৬

চতুরঙ্গ আয়োজিত সিনেবাজ ১৩তম ইলিশ উৎসবের প্রস্তুতিমূলক সভা

অনলাইন ডেস্ক
চতুরঙ্গ আয়োজিত সিনেবাজ ১৩তম ইলিশ উৎসবের প্রস্তুতিমূলক সভা

জেগে ওঠো মাটির টানে এ শ্লোগান নিয়ে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সিনেবাজ ১৩তম ইলিশ উৎসব আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উৎসব কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান ও ১৩তম ইলিশ উৎসবের উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষন মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনাভাইরাসের কারণে আমরাসহ সারাবিশ্ব প্রায় কয়েকবছর যাবত অবরুদ্ধ অবস্থায় রয়েছি। যার কারণে সাংস্কৃতিক অঙ্গনও স্থবির হয়ে পড়েছে। এই ভাইরাসের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই করোনার সময় আমরা ২জন প্রানপ্রিয় বন্ধু (মরহুম ইয়াহিয়া কিরন ও তাহমিনা হারুন)দের হারিয়েছি।

চতুরঙ্গ ইলিশ উৎসব এখন শুধু চাঁদপুরেই সীমাবদ্ধ নেই, এ উৎসব এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তাই এ উৎসবকে আমাদের সুন্দরভাবে চালিয়ে নিতে হবে। বর্তামনে ইলিশ উৎপাদন বাড়ছে। ইলিশ উৎপাদন বাড়ার ক্ষেত্রে এ উৎসব অনেকাংশে সহায়তা করেছে। আমাদের আগামীদিনের লক্ষ্য থাকবে এ উৎসবের মাধ্যমে জাটকা নিধন শতভাগ বন্ধ করতে পারবো। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ'র সঞ্চালনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন সিনেবাজ ১৩তম ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত।

এ সময় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ বক্তব্যে বলেন, কিছু কিছু মানুষ দেখলে আমরা সাহস পাই। এই উৎসবে আমরা সবাই সক্রিয় থাকবো। যেহেতু করোনার প্রাদুর্ভাবের কারণে এই উৎসবটি আমাদের জন্যে চ্যালেঞ্জিং হবে। তবে আমরা সবাই মিলে এ উৎসবটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো।

এছাড়াও আরো বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চতুরঙ্গ ইলিশ উৎসবের উপদেষ্টা তপন সরকার, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিম লিডার অধ্যক্ষ ওমর ফারুক, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, উৎসবের নবাগত আজীবন সদস্য ইমাম প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন চতুরঙ্গ ইলিশ উৎসবের সাংস্কৃতিক কমিটির আহবায়ক ইতু চক্রবর্তী, সদস্য সচিব অনিতা কর্মকার, কার্যকরী কমিটির চিত্রকলা পরিচালক মনির হোসেন মান্না, সম্প্রচার পরিচালক শাহরিয়া পলাশ, নাট্যকলা পরিচালক রাজীব চৌধুরী, সাংস্কৃতিক কমিটির পরিচালক শুভ্র রক্ষিত, নৃত্যকলা পরিচালক রাশেদুল ইসলাম রাব্বী, আব্দুল বাতেনসহ আরো অনেকে।

সভার শুরুতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা মরহুম ইয়াহিয়া কিরন ও তাহমিনা হারুনের মৃত্যুতে গভীর শোক ও রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়