মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:৪৪

এমন বিস্ফোরণ কেন হলো?

অনলাইন ডেস্ক
এমন বিস্ফোরণ কেন হলো?

চাঁদপুর শহরে ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১৮ মে ২০২৫) দুপুরে জেএম সেনগুপ্ত রোডস্থ কদমতলা এলাকায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বাসার সামনে পৌরসভার আবাসিক ভবনের ড্রেনেজ ব্যবস্থার ভেতর ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই জায়গার ম্যানহোল ও ড্রেনের স্ল্যাব উল্টে বড়ো ধরনের ক্ষতির সৃষ্টি হয়।

চাঁদপুর শহর এলাকায় এই ধরনের দুর্ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানা যায়। এই ঘটনায় আহতরা হলেন : তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। আহতদের সবাই পথচারী ছিলেন। এছাড়াও ভ্যান গাড়িতে তরকারি বিক্রেতা একজন আহত হন বলে স্থানীয়রা জানায়। আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। তাদের আহত ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় মো. সাইফুল ইসলাম, বাঁধনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১টার দিকে মাদরাসা ছুটির পর তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পৌরসভার ম্যানহোলে জমে থাকা বায়োগ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়াসহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা।

যেহেতু চাঁদপুর শহরে এ ধরনের বিস্ফোরণ আগে কখনো ঘটেনি, সেজন্যে এই বিস্ফোরণটি সঠিক কী কারণে ঘটলো সেটা জানা দরকার। ম্যানহোলে গ্যাস যাতে জমতে না পারে সে ব্যাপারে পৌরসভার নির্দিষ্ট বিভাগের নিয়মিত করণীয় আছে। সেই করণীয় সম্পাদনে কোনো ধরনের ঘাটতির কারণে ম্যানহোলের গ্যাস বিস্ফোরণ হলো কিনা সেটা তদন্ত করে দেখার অবকাশ আছে। যদি তদন্ত করে সঠিক কারণটি নির্ণয় না করা হয়, তাহলে শহরের আরো যে সকল স্থানে ম্যানহোল রয়েছে, সেসব স্থানে যে বিস্ফোরণ ঘটবে না, সেটার নিশ্চয়তা কে দেবে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়