সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৩

ইতালিতে মহান স্বাধীনতা দিবস পালিত

ইতালি প্রতিনিধি
ইতালিতে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশ দূতাবাস রোমে ইতালিয়ান, প্রবাসী বাংলাদেশি, বিদেশি রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের উপস্থিতিতে রোম কাভালিয়েরি হোটেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে। রাষ্ট্রদূত রকিবুল হক এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত মিজ আলেসসান্দ্রা স্কিয়াভো। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে রোমের মেয়রের পক্ষ থেকে পাঠানো বক্তব্য পাঠ করে শোনানো হয়।

মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরো গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বক্তব্যের শুরুতেই মহান স্বাধীন দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, আজ বাংলাদেশ স্বাধীন বলেই রোমের মতো ঐতিহ্যবাহী রাজধানীতে নিজের পতাকা উত্তোলন করা, জাতীয় সংগীত বাজানো এবং স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হয়েছে।

তিনি বাংলাদেশের বিভিন্ন ইতিবাচকতা এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্যে সবাইকে আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরো বলেন যে, বাংলাদেশ দূতাবাস বিভিন্ন খাতে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম ও নিষ্ঠা ইতালিতে বাংলাদেশের মর্যাদা আরো সুসংহত করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অপরিসীম অবদানের ভূয়সী প্রশংসা করে দূতাবাসের বিভিন্ন উদ্যোগে তাদের সাহায্য কামনা করেন।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়াভো বাংলাদেশ-ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। বর্তমান সরকারের সাথে ইতালি সরকারের সুসম্পর্ক, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরসমূহের কথা উঠে আসে তাঁর কথায়। বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির সহযোগিতা, শ্রম বাজারের চ্যালেঞ্জসমূহ দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং বাংলাদেশ কর্নারে বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রীর মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্য বিদেশিদের সামনে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ইতালি প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে যন্ত্রসংগীতের সঙ্গে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা। নৈশভোজে উপস্থিত অতিথিদের বাংলাদেশি এবং ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়।

দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়। তবে তখন পবিত্র রমজান মাস থাকায় দূতাবাস এই রিসেপশনটি বৃহস্পতিবার আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়