প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ আয়োজিত
আগরতলায় লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা ১৪ নভেম্বর
বিশ্বস্ততা দায়বদ্ধতা ও পাঠক তৈরীর অঙ্গীকার নিয়ে গত ২৯ ডিসেম্বর ২০২০ সালে কাঞ্চনপুরে কবি ও সম্পাদক হারাধন বৈরাগীর বাসভবনে প্রকাশনা ও সাহিত্যের সাথে যুক্ত বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে এক সভায় ত্রিপুরা প্রকাশনা মঞ্চ গঠন করা হয়। উক্ত সভায় ত্রিপুরা প্রকাশনা মঞ্চের কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রথম সভায়ই সিদ্ধান্ত হয় ত্রিপুরা বইমেলা আয়োজন করবে ত্রিপুরা প্রকাশনা মঞ্চ। বিগত ২৮ জুলাই ২০২১ আগরতলা জয়নগরে সকাল ১১ ঘটিকায় প্রাবন্ধিক নিয়তি রায়বর্মনের বাসভবনে কার্যকরী কমিটির সভা অনিষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা হয় সংস্থার পরবর্তী কার্যক্রম। আলোচ্যসূচির মধ্যে প্রধান আলোচনা আগামী নভেম্বর মাসে ত্রিপুরা বইমেলার আয়োজন। তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায়। পুনরায় ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে কথাসাহিত্যিক শ্যামল বৈদ্যের বাসায় সাব কমিটির কনভেনারদের সভা হবে মঞ্চের। এতে বিগত সিদ্ধান্তগুলোর পর্যালোচনা হবে। বিগত সভায় দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা আয়োজন হবে আগামী ১৪ নভেম্বর থেকে ৫ দিনব্যাপী আগরতলা স্টুডেন্ট হেলথ হোম অডিটোরিয়াম হলে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন। মেলায় অতিথি হিসেবে যোগ দেবেন কথাসাহিত্যিক বিকাশ সরকার, সাহিত্যিক পবিত্র সরকার, কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রক্তান উপাধ্যক্ষ তপোধীর ভট্টাচার্য মহোদয়গণ। এছাড়াও রাজ্য ও বহিঃরাজ্যের ছোট পত্র পত্রিকা সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগ দেবেন ১০০ জন প্রতিনিধি। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি অপাংশু দেবনাথ,বিপ্লব উরাং, শুভ্রশংকর দাশ, চয়ন সাহা,গোবিন্দ ধর,গল্পকার বিল্লাল হোসেন, প্রতীক বিশ্বাস ,কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য, বিমল চক্রবর্তী, জহর দেবনাথ, সুভাষ দাস, বীথিকা চৌধুরী, নিয়তি রায়বর্মন,টিংকুরঞ্জন দাস,সসীম আচার্য,সংগীতা দেওয়ানজি,শুভ্রা সাহা।সমগ্র সভার সভাপতিত্ব করেন কবি ও সংস্থার সভাপতি বিজন বোস মহোদয়।লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলায় কবি সম্মেলন, সেমিনার, গুণীজন সম্মাননা ও আজীবন স্বীকৃতি স্বরূপ মোট ১৭ জনকে সম্নানিত করা হবে।
|আরো খবর
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছেন সংস্থার সভাপতি জানান বিগত ২৩শে অক্টোবর ২০১৮ সালেও উত্তর পূর্বাঞ্চল পাবলিশার্স গিল্তের প্রতিষ্ঠা হয়েছিল সারা ভারতের সম্মিলিত একটি প্রকাশনা মঞ্চের রূপ প্রদান করার জন্য। এই সংস্থারই নবরূপে নামকরণ করা হয় ত্রিপুরা প্রকাশনা মঞ্চ।ত্রিপুরা প্রকাশনা মঞ্চ বিশ্বস্ততা, দায়বদ্ধতা ও পাঠক তৈরীর জন্য বইপত্র আন্দোলনের শরীক হয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সংস্থার সম্পাদক গোবিন্দ ধর ও সভাপতি বিজন বোস সকলস্তরের লেখক পাঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের আন্তরিক সহযোগিতা কামনা করে এই সংবাদ জানান।