বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০১:১০

অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

আদালত প্রতিবেদক
অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া

।। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের সুস্থতায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল ২০২৫) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের আয়োজনে বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মিলনায়তন মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁদপুরের সাধারণ সম্পাদক অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রিপন ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. কামাল হোসেনের যৌথ পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি অ্যাড.

কামাল উদ্দিন, বর্তমান সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদৌস শাহিন, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. আবদুল্লা আল মামুন, ফোরামের সদস্য অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. কবির সহ সিনিয়র আইনজীবী ও অনান্য আইনজীবী।

উল্লেখ্য, অ্যাডভোকেট জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। বর্তমানে কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবীর সুস্থতার জন্যে আইনজীবী সহ পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়