প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮
শ্রীনগরে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি: ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন, আতঙ্কে জনজীবন
লন্ডভন্ড জনজীবন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া। মুহূর্তের মধ্যেই আকাশ কালো হয়ে যায়, শুরু হয় ব্যাপক তাণ্ডব। রাস্তা-ঘাটে চলাচলরত মানুষ, বাজারে থাকা ক্রেতা-বিক্রেতারা দিগ্বিদিক ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
প্রায় ৩০ মিনিট স্থায়ী এই শক্তিশালী ঝড়ের পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয়দের মতে, এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর মধ্যে একটি। এই প্রাকৃতিক দুর্যোগে অগণিত বনজ ও ফলজ গাছ উপড়ে পড়ে, অনেক কাঁচা বাড়ি ও ঘর বিধ্বস্ত হয়, এবং সবজি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়।
ঝড়ের সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পুরো পল্লী অঞ্চলে নেমে আসে ঘোর অন্ধকার। বিদ্যুৎ বিভ্রাটের ফলে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক ঝড়-বৃষ্টি বাড়ছে। ভবিষ্যতে আরও সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে আগাম প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে।
জনজীবনে এক ধাক্কা দিয়ে যাওয়া এই দুর্যোগের পর শ্রীনগরবাসী এখনো আতঙ্কে রয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা কবে নাগাদ পুনরুদ্ধার হবে, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে।
ডিসিকে/এমজেডএইচ