বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৭

অ্যাড. আব্বাস উদ্দিনকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
অ্যাড. আব্বাস উদ্দিনকে অভিনন্দন

ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান অ্যাড. আব্বাস উদ্দিন। সভাপতি হিসেবে নির্বাচিত হন সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) দুবছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। সদস্যদের কল্যাণের পাশাপাশি সমিতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহ সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও মসজিদ মাদ্রাসায়ও অনুদান প্রদান করছে। পুরানো এই সমিতিতে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কর আইনজীবী, শিক্ষানুরাগী, রাজনীতিক, চাঁদপুর তথা ফরিদগঞ্জের কৃতী সন্তান অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। তিনি দীর্ঘদিন ফরিদগঞ্জে দরিদ্র অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছেন। এছাড়া ফরিদগঞ্জে শিক্ষাখাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দুই বারের সাবেক সভাপতি, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা কর আইনজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে পালন করেছেন। বর্তমানে ‘অ্যাভোকেট আব্বাস উদ্দিন ফাউন্ডেশনে’র সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জ লেখক ফোরামসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডভোকেট আব্বাস উদ্দিনকে চাঁদপুর জেলাবাসীর পক্ষে আমরাও অভিনন্দন জানাই। কেননা ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি রাজধানীতে বিভিন্ন অঞ্চলের মানুষ দ্বারা গঠিত অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্বনামধন্য একটি সংগঠন। এ সমিতির নেতৃত্বে ছিলেন দেশখ্যাত শুধু নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক ব্যক্তিত্বও। তাঁদের উত্তরসূরি হওয়া অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের জন্যে নিশ্চয়ই অনেক গৌরবের। পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নেতৃত্ব দিতে দিতে নিজের গ্রহণযোগ্যতাকে একটি মানসম্পন্ন পর্যায়ে নিতে পেরেছেন বলেই তিনি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতিতে সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদে নিজের অধিষ্ঠান নিশ্চিত করতে পেরেছেন। এটা অনেক আনন্দের, বিশেষ প্রাপ্তির এবং বৃহত্তর কুমিল্লায় চাঁদপুর জেলাকে প্রতিনিধিত্ব করার বড়ো সুযোগ। অ্যাড. আব্বাস উদ্দিনের জন্যে রইলো আমাদের নিরন্তর শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়