সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০০:৩৭

আজ চরিত্র গঠন আন্দোলন দিবস

চাঁদপুরের পুণ্য জন্মস্থানে স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব সম্পন্ন

বিমল চৌধুরী
চাঁদপুরের পুণ্য জন্মস্থানে স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব সম্পন্ন
চাঁদপুর অযাচক আশ্রমে অনুষ্ঠিত শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট ধর্মানুরাগী অজয় কুমার ভৌমিক।

মহান চিন্তা-চেতনায় জাত, পাত ঊর্ধ্বে রেখে যিনি সর্ব ধর্মের প্রতি অগাধ বিশ্বাস এবং মানুষের কল্যাণে কাজ করেছেন, সেই মহান সাধক, অন্ধকারাচ্ছন্ন পথের আলোর দিশারী, বিশ্বের কোটি ভক্ত হৃদয়ের প্রাণের স্পন্দন, শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্ম উৎসব সম্পন্ন হয়েছে তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুর আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে। জন্মোৎসব উদযাপনে আয়োজিত দুদিনব্যাপী ধর্মীয় উৎসবের প্রথম দিন সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর অযাচক আশ্রমে ভোর ৫টা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় প্রেমধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহকারে আরতি কীর্তন ও অঞ্জলি প্রদান, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রতিকৃতি নিয়ে হরিওঁ কীর্তন সহকারে মাঙ্গলিক নগর পরিক্রমা। পরিক্রমাটি পুরাণবাজারের নিতাইগঞ্জ, ডাইল পট্টি, বাতাসা পট্টি ফল পট্টি, হরিসভা হয়ে, পূর্ব শ্রীরামদী অখণ্ড মণ্ডলীতে প্রত্যাবর্তন করে। পরে দুপুর ১২ টায় অযাচক আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয প্রেমধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহকারে শ্রী বিগ্রহ ও শ্রীশ্রী বাবামণির পুণ্য প্রতিচ্ছবি স্থাপন। বিকেলে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী স্বরূপানন্দ গ্রন্থ থেকে শিশু, কিশোরদের মাঝে আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব দিবসের অধিবাস উপাসনা। রাত পৌনে ৮ টায় আমন্ত্রিত অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে চরিত্রগঠন আন্দোলন বিষয়ক ধর্মীয় সভা ও চাঁদপুর পুরাণবাজার উদয়ন সংগীত বিদ্যালয়ের শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্রগঠন আন্দোলন বিষয়ক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের কার্যকরী সদস্য অর্ধেন্দু দেবনাথের সভাপ্রধানে এবং চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের কার্যকরী সদস্য দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের উপদেষ্টা নিরাপদ স্বর্ণকার, সদস্য রোটারিয়ান গৌতম সাহা প্রমুখ। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) অর্থাৎ সমাপনী দিবসের ভোর ৬ টায় আশ্রমাঙ্গনে অনুষ্ঠিত হয় ঊষা কীর্তন ও হরি ওঁ কীর্তন। সকাল সাড়ে ৭ টায় নবীন যুগের নববেদ শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮ টায় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব দিবসের বিশেষ সমবেত উপাসনা। সকাল সাড়ে ১১ টায় স্বরূপানন্দ পরমহংসদেবের ভক্ত অনুরাগীসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে আশ্রমাঙ্গন থেকে হরিওঁ কীর্তন সহযোগে চাঁদপুর শহরে বের হয় সস্প্রীতির র‌্যালির নগর পরিক্রমা। দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্তন। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়, ভক্তদের হরিওঁ কীর্ত্তন আর শঙ্খ উলুধ্বনিতে আশ্রমাঙ্গনে ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়, মহামিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে ধর্মীয় অনুভূতি। তারা নিজেদের সুখ, শান্তি, ঐশ্বর্য আর দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা জানান অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে, আর মহাপ্রসাদ গ্রহণ করেন পরম তৃপ্তিভরে। সন্ধ্যা সাড়ে ৬ টায় সান্ধ্য কীর্তন ও শান্তি বাচনের মাধ্যমে সমাপ্তি ঘটে দুদিনব্যাপী জন্মোৎসবের আনন্দধারা। অনুষ্ঠানে পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক-সেবিকাসহ চাঁদপুর জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদ নেতৃবৃন্দের ব্যাপক সেবামূলক সহযোগিতা আগত ভক্তদের মাঝে প্রশংসনীয় হয়ে উঠে। আজ (১ জানুয়ারি ২০২৫) নতুন বছরের প্রথম দিন বুধবার পালিত হবে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত চরিত্র গঠন আন্দোলন দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা চরিত্রগঠন আন্দোলন পরিষদের আয়োজনে সকাল ৭ টায় চরিত্র গঠন আন্দোলনের শুভ সূচনা উপলক্ষে চাঁদপুর শহরের ঘোড়া মারার মাঠে পুষ্পস্তবক অর্পণ, পরে সকাল ৮ টায় অযাচক আশ্রম হতে স্বরূপানন্দ পরমহংস দেবের ভক্ত, অনুরাগী ও সুধীজনদের উপস্থিতিতে র‌্যালি সহকারে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে'র পাদদেশে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০ টায় অযাচক আশ্রম প্রাঙ্গণে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ও ব্যাপক ভক্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হবে চরিত্র গঠন আন্দোলন দিবস উপলক্ষে আলোচনা সভা। উক্ত অনুষ্ঠান সমূহে সকলের উপস্থিতি কামনা করেছেন চাঁদপুর জেলা চরিত্র গঠন আন্দোলন পরিষদ। উল্লেখ্য, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব পৌষ মাসের কুয়াশাচ্ছন্ন ভোরের কোনো একদিন (যার সঠিক দিন, তারিখ, ঠিকুজি, কোষ্ঠী, সময় সকলই অজ্ঞাত) চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ার পুণ্য ভূমিতে পরমারাধ্যা মাতা শ্রীশ্রী মমতা দেবীর গর্ভ হতে অষ্টম মাসে অবতীর্ণ হন। অবতীর্ণ হওয়ার সাত দিন অবচেতন অবস্থায় থাকার পর অষ্টম দিন তার মাঝে চেতনা পরিলক্ষিত হয়। তার বাবা ছিলেন আদর্শ সাধক গৃহী পিতা স্বর্গীয় সতীশ চন্দ্র গঙ্গোপাধ্যায় ও ঠাকুর দাদা ছিলেন চাঁদপুরের স্বনামধন্য উকিল ঋষিতুল্য স্বর্গীয় হরিহর গঙ্গোপাধ্যায়। ছোটকাল থেকেই স্বরূপানন্দ পরমহংসদেবের মাঝে অনেক অলৌকিক গুণাবলিসহ সেবা কার্যক্রম পরিলক্ষিত হতে দেখা যায়। তার সেবা, শিক্ষা ও মানবতার কারণে তিনি হয়ে উঠেন অন্যতম জগৎ সেরা মহামানব। তাঁর পুণ্য জন্মস্থান চাঁদপুর হওয়ায় জেলা শহর চাঁদপুরও দেশে বিদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এই মহান সাধক বিশ্ব মাঝে আজ ব্যাপকভাবে সমাদৃত। লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগী আজ তাঁর মহৎ কর্মে উদ্বুদ্ধ হয়ে নিঃস্বার্থভাবে মানব কল্যাণে কাজ করছেন নীরবে নিভৃতে। তিনি দৃঢ়তার সাথে সমাজে প্রচার করেছেন চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। তিনি মানুষকে অযাচক হওয়ার প্রেরণা জুগিয়েছেন, বেকারত্ব দূরীকরণে মানুষকে কর্মে উদ্বুদ্ধ করেছেন, সৎ চরিত্রবান মানুষ হতে চরিত্রগঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি নির্দ্বিধায় প্রচার করেছেন আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। আজ তাঁর লিখিত পাঠ্য পুস্তক পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হয়েছে। এই মহান সাধকের পুণ্য ভূমি দর্শনে দেশ বিদেশের অগণিত মানুষ ছুটে আসছেন তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুরে। তাঁর অগণিত ভক্ত অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি তপন ব্রহ্মচারী মহারাজের সম্মতিক্রমে শ্রীশ্রী বাবা দমণি ও শ্রীশ্রী মা মণির অশেষ কৃপায় চাঁদপুরের পুণ্য জন্মস্থানে নির্মাণ করছেন বিশ্বমানের ধ্যান মন্দির। যার সিংহভাগ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেছেন পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ। তারা মনে করেন বিশ্বমানের ধ্যান মন্দির নির্মাণ হলে দেশ-বিদেশের অগণিত ভক্ত- অনুরাগী এই পুণ্য জন্মস্থানে ছুটে আসবেন পুণ্যতা লাভের সংকল্প নিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়