রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯

চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে অভিনন্দন

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন) ও সাধারণ সম্পাদক কাদের পলাশ (যমুনা টিভি)। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ অনুমোদিত হয়। কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইল্শেপাড়), আলম পলাশ (প্রথম আলো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম (দৈনিক খবর), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ) ও তালহা জুবায়ের (এখন টিভি), কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস)। কার্যকরী সদস্যরা হলেন : জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এসএটিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর), মুনীর চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুরজমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহাম্মদ (সময় সংবাদ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি) ও আবদুল ওয়াদুদ রানা (বৈশাখি টিভি)।

চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে চাঁদপুরের প্রথম ও সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পেশাদার সাংবাদিক ও অরাজনৈতিক ব্যক্তিদ্বয়কে নির্বাচিত করায় সাধারণ সদস্যবৃন্দ ও ১৫ সদস্যবিশিষ্ট সমঝোতা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। গত প্রায় দু যুগ তথা ২৪ বছরে চাঁদপুর কণ্ঠের সরাসরি প্রতিনিধিত্ব করেন, এমন কাউকে ছাড়া কোনো কমিটি গঠিত হতে দেখা যায় নি। এবারই সেটি হলো। তবে আত্মশ্লাঘার বিষয় হলো এই যে, সভাপতি পদে রহিম বাদশা ও সাধারণ সম্পাদক পদে কাদের পলাশ একসময় চাঁদপুর কণ্ঠে কর্মরত ছিলেন। আর সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী ইয়াসিন ইকরাম দৈনিক খবরের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হলেও তিনি মূলত চাঁদপুর কণ্ঠের পাক্ষিক 'ক্রীড়াকণ্ঠ' পাতার বিভাগীয় সম্পাদক ও চাঁদপুরের একমাত্র ক্রীড়া লেখক। আর কার্যকরী সদস্য পদে মির্জা জাকির দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হলেও তিনি মূলত চাঁদপুর কণ্ঠ প্রতিষ্ঠার অন্যতম প্রধান নেপথ্য কারিগর, যিনি এখনও নির্বাহী সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন। এছাড়া আরো অন্তত ছয়জন চাঁদপুর কণ্ঠ পরিবারের সাবেক সদস্য চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কমিটিতে অন্তর্ভুক্ত আছেন, যাঁরা শেকড়কে অস্বীকার করেন না। তবে বহুল প্রচারিত ও সুপ্রতিষ্ঠিত কিছু গণমাধ্যমের প্রতিনিধি এ কমিটিতে নেই। অথচ নিয়মিত পত্রিকা প্রকাশিত করতে পারেন না এমন সম্পাদক ও প্রকাশক, যারা অপেশাদার কিংবা চাঁদপুরে যেসব জাতীয় নামধারী দৈনিকের ন্যূনতম সার্কুলেশন নেই, সেসবের প্রতিনিধিদেরকেও চাঁদপুর প্রেসক্লাবের এ বছরের কমিটিতে শুধু নয়, প্রতিবছরের কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে, সর্বোপরি সমঝোতা ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশ্নে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। তবে দীর্ঘ সময় ধরে এমন ইতিবাচকতায় কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পারা পেশাদার সাংবাদিকদের এক পর্যায়ে সংক্ষুব্ধ করতে পারে বৈকি। চাঁদপুর প্রেসক্লাবের নীতি নির্ধারক ও শীর্ষ নেতৃবৃন্দকে সুদূরপ্রসারী ভাবনায় এ বিষয়টিকে অবশ্যই রাখতে হবে, যদি তাঁরা নেতৃত্ব নির্বাচনের নির্ঝঞ্ঝাট পরিবেশটাকে টেকসই করতে চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়