শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২

বিতর্কিত ওসি পায়েলের অপকর্মের ফিরিস্তি: ভাইরাল অশালীন ভিডিও, ভয়াবহ দুর্নীতির অভিযোগ

মো. জাকির হোসেন
বিতর্কিত ওসি পায়েলের অপকর্মের ফিরিস্তি: ভাইরাল অশালীন ভিডিও, ভয়াবহ দুর্নীতির অভিযোগ
ছবি : সংগৃহীত

চৌগাছা থানার ওসি পায়েল হোসেনের অশালীন কর্মকাণ্ড ও টর্চার সেলের ভয়াবহ চিত্র প্রকাশ্যে আসার পর তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শনিবার (২৮ ডিসেম্বর) এক ডিভোর্সি নারীর সঙ্গে অশালীন ভিডিও কলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

ভাইরাল অশালীন ভিডিও

দেশ টিভির হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ওসি পায়েল এক নারীর সঙ্গে ভিডিও কলে অশালীন অঙ্গভঙ্গি করছেন এবং নিজের গোপনাঙ্গ প্রদর্শন করছেন। ৫ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে।

নারীর অভিযোগ: ভয়ভীতি আর কুপ্রস্তাব

ডিভোর্সি ওই নারী অভিযোগ করেন, পারিবারিক বিরোধ মিটমাটের নামে থানায় ডেকে ওসি পায়েল তাকে বাথরুমে নিয়ে চুমু দেন। এরপর ফোনে কুপ্রস্তাব এবং নিজের বাংলোয় রাত্রীযাপনের জন্য চাপ সৃষ্টি করেন। রাজি না হলে তাকে দেহ ব্যবসায়ী বলে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন।

টর্চার সেলে ভয়াবহ নির্যাতন

ওসি পায়েলের টর্চার সেলের ভয়াবহ চিত্রও উঠে এসেছে। বিএনপি নেতা মানিক হোসেনকে ধরে এনে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে তার স্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করেন তিনি। একইভাবে আরও অনেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

অন্যায় কর্মকাণ্ডের ফিরিস্তি

১. ব্যবসায়ী জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি।

২. সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ১০ লাখ টাকা দাবি।

৩. চৌগাছা বাজারের ব্যবসায়ী জীবন হোসেন লিপু ও বাবুলের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়।

৪. মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলন, এবং ইটভাটার চুক্তিতে সরাসরি সম্পৃক্ততা।

স্থানীয়দের আতঙ্ক

ওসির অপকর্মের কারণে চৌগাছা থানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার তাদের পুরুষ সদস্যদের রাতে বাড়ির বাইরে পাঠিয়ে দিচ্ছেন।

ওসির প্রতিক্রিয়া

সব অভিযোগ অস্বীকার করে ওসি পায়েল দাবি করেন, ভিডিওটি একটি ষড়যন্ত্র। তিনি বলেন, "ওই নারী নিজেই ভিডিও কল দিয়েছিল। এটি একটি পরিকল্পিত চক্রান্ত।"

দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

চৌগাছার সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পায়েলের অপসারণ ও দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

এতদিন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন কর্মকাণ্ড জনমনে প্রশ্ন তুলেছে। প্রশাসন এখন কী পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়