শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

ঢাকা-ময়মনসিংহ রুটে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল: যাত্রীদের দুর্ভোগ চরমে

মো. জাকির হোসেন
ঢাকা-ময়মনসিংহ রুটে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল: যাত্রীদের দুর্ভোগ চরমে
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের ধলা আউটার সিগন্যাল এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি সেখানেই থেমে যায়, এবং এই রুটে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে এবং রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে। তবে এই প্রক্রিয়ায় কত সময় লাগবে, তা নিশ্চিত করে বলা যায়নি।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছেন। যাত্রীরা অভিযোগ করেছেন যে, ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায়ই এ ধরনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে, যা তাদের যাত্রা বিঘ্নিত করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিন বিকলের কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়