মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা
চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সভাপতি (২০২৪) শাহাদাত হোসেন শান্ত।

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়। সভায় আগামী ২০২৫ সালের নবাগত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন রহিম বাদশা ও সাধারণ সম্পাদক পদে কাদের পলাশ। তাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ উল্লাহ ও গীতা পাঠ করেন লক্ষণ চন্দ্র সূত্রধর।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এরপর শোক প্রস্তাব শেষে নিহতদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

তারপর নতুন ৯ জন ও ২ জন আজীবন সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও ২০২৪ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। আয়-ব্যয় হিসাব বিবরণী পাঠ করেন কোষাধ্যক্ষ তালহা জুবায়ের। এরপর ২০২৫ সালের উপদেষ্টা কমিটি, সাংবাদিক কল্যাণ উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অবকাঠামো উন্নয়ন কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটি ও ২০২৫ সালের নবগঠিত কার্যকরি কমিটির নাম ঘোষণা করা হয়। সবশেষ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে নবাগত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, অধ্যাপক জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়