প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
ডাকাতিয়া নদীর তীরে বেদে পল্লীর জীবনসংগ্রাম
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীরে রয়েছে অস্থায়ী বেদে পল্লী। সারাদিন নদীতে মাছ ধরা, শহরে হেঁটে মাছ বিক্রি, তাবিজ বিক্রি বা সিংগা দিয়ে দাঁতের পোকা বের করার মতো কাজে কিংবা ক্ষুদ্র ব্যবসায় ব্যস্ত এ পল্লীর মানুষ। নদী ও প্রকৃতির সঙ্গে মিশে থাকা তাদের জীবনেও শিশুদের জন্যে রয়েছে খেলার সময়। বিকেল হলেই পল্লীর পাশে ছোট্ট মাঠটি সরব হয়ে উঠে শিশুদের কোলাহলে। দারিদ্র্য ও সংগ্রামের মাঝেও তারা জীবনের আনন্দ খুঁজে নেয়। প্রতিদিন ভোর থেকে বেদে পল্লীর মানুষগুলো মেঘনা ও ডাকাতিয়া নদীতে মাছ ধরার কাজে নেমে পড়ে। সেই মাছ তারা শহরের বিভিন্ন বাজারে হেঁটে হেঁটে বিক্রি করে। কেউ কেউ তাবিজ-কবচ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আবার অনেকেই সিংগার মাধ্যমে দাঁতের পোকা বের করার মাধ্যমে পেশাদার দাঁতের চিকিৎসক হিসেবে কাজ করে। এদের মধ্যে পুরুষ এবং নারীদের কেউ কেউ ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করে। তাদের জীবন সংগ্রাম দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিনিয়ত একটি লড়াই। তবে এই সংগ্রামের মধ্যেও তারা ঐতিহ্য ধরে রেখেছে, যা আমাদের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। উন্নয়ন ও সহযোগিতার হাত বাড়ালে সচেতন মহল মনে করে, বেদে সম্প্রদায় আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে।