বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:৩১

ঢাকা থেকে ৩ লক্ষ রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে!

মো: জাকির হোসেন
ঢাকা থেকে ৩ লক্ষ রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে!

Logo

Suggested News

Kate Was Caught Getting Angry On Camera

Buzz Day

Suri Cruise And Toby: The Inside Scoop On Her Rumored Romance

Herbeauty

ঢাকা থেকে ৩ লক্ষ রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে!

By

এশিয়ান ডেস্ক

December 9, 2024

Suggested News

৳105,000 বোনাস পেতে আপনার 2টি ফ্রিস্পিন আছে!

You Have 2 Free Spins To Get ৳105,000 Bonus!

সোমবার(৯ ডিসেম্বর) ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দিনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি এবং রাজ্য সরকারের অবস্থান নিয়ে কড়া মন্তব্য করেছেন।পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

শুভেন্দু বলেন, “আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের কাছে ক্ষমতা বলে কিছু নেই।শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।”

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন, অথচ নিজের দলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সমর্থনে এগিয়ে আসেন। অন্যদিকে হিন্দুদের প্রতিবাদ করতে গেলে আদালতের অনুমতি নিতে হয়।

ডোমকল বোমা বিস্ফোরণের ইস্যু তুলে ধরে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন, শান্তির কথা বলেন, কিন্তু নিজের ভোটব্যাংকের লোকেদের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ করেন না।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা এসব বলছেন, তারা যেন ভালো থাকেন। আমরা চাই হিংসা নয়, শান্তি বজায় থাকুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে, আমরা তা সমর্থন করব। সবাই যেন সংযত আচরণ করেন।”

বাংলাদেশ ইস্যুতে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বক্তব্যগুলি উঠে এসেছে।

তথ্যসূত্র :এশিয়ান সময়

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়