বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮

চবি’র সংগঠনটির প্রতি শুভ কামনা

অনলাইন ডেস্ক
চবি’র সংগঠনটির প্রতি শুভ কামনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে ১৩ তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস, সাধারণ সম্পাদক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেফায়েত উল্যাহ রুপক, সাংগঠনিক সম্পাদক হিসেবে সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. আশরাফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহিম নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে আরো অনেকে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস বলেন, কৃতজ্ঞতা ও ভালোবাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি, যারা নিজেদের সাংগঠনিক মূল্যবান ভালোবাসার জায়গায় আমাকে স্থান দিয়েছেন। সংগঠনটির ভ্রাতৃত্ববোধ, সৃজনশীল চিন্তা ও কর্মধারা অব্যাহত রাখতে সাবেক ও বর্তমান সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। নতুন সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রমের গতিশীল উন্নয়নের মাধ্যমে সদস্যদের শিক্ষার অগ্রগতি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সংগঠনটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০১০ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতি বছর চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত নির্দেশনা, পরীক্ষাকালীন সময়ে বিনামূল্যে থাকার ব্যবস্থা, অপরিচিত ক্যাম্পাসে চাঁদপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসূলভ সহযোগিতা করে আসছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করা, দূরদর্শী চেতনা ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে সৃজনশীল প্রতিযোগিতা, ক্যাম্পাসে আগত নবীনদের সার্বিক সহযোগিতা, বিভিন্ন দিবস উদযাপন, বার্ষিক ট্যুর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রোগ্রাম, চড়ুইভাতি, বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন প্রোগ্রাম, নবীন সংবর্ধনা-প্রবীণ বিদায় অনুষ্ঠান, চাঁদপুরের ঐতিহ্য নিয়ে ম্যাগাজিন প্রকাশনা, শিক্ষামূলক ক্যারিয়ার আড্ডাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানকল্পে সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে ।

বাংলাদেশের পাবলিক তথা সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনন্য। এই বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শিক্ষার্থীরা অরাজনৈতিকভাবে ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি কল্যাণমূলক সংগঠন ১৪ বছর ধরে চালাচ্ছে--এটা অনেক বড়ো বিষয়। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেতৃত্বই সংগঠনটির নির্ঝঞ্ঝাট পরিচালনা ও টেকসই অস্তিত্বে মুখ্য ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি। চট্টগ্রামে পেশাগতভাবে সুপ্রতিষ্ঠিত চাঁদপুরের সুধীজন এ সংগঠনটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমরা বিশ্বাস করি। সংগঠনটির প্রতি আমাদের নিরন্তর শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়