বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫

চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলার সাহস ওরা কোথায় পেলো?

অনলাইন ডেস্ক
চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলার সাহস ওরা কোথায় পেলো?

চাঁদা না পেয়ে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার বিকেলে কালিয়াপাড়া বাজার হকার্স মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতা মোঃ কামাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের বলেন, কালিয়াপাড়া বাজারে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না। বাজারের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, যে সকল অপরাধী সাধারণ ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজি করছে, চাঁদা না পেয়ে তাদের ওপর হামলা করছে, আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাজার ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যাবসা পরিচালনার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মোহাম্মদ আলী, সফিউল হক শিশির, আরিফ ও বোরহান ব্যবসায়ী কামাল হোসেনের নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। কামাল হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেদম মারধর করা হয়। এ বিষয়ে কামাল হোসেন বাদী হয়ে উপরোল্লিখিতদের বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নিরেট সত্য কথা যেটা, সেটা হচ্ছে : বর্তমানে কোনো রাজনৈতিক সরকার নেই বলেই কিছু দুর্বৃত্ত বেশ সক্রিয়। এরা হয় ক্ষমতাপ্রত্যাশী কোনো দলের লোক কিংবা নানান শক্তিতে বলীয়ান। আশার বিষয় হচ্ছে এই যে, শাহরাস্তির কালিয়াপাড়া বাজারে চাঁদাবাজদের দ্বারা সংঘটিত ঘটনায় ক্ষমতাপ্রত্যাশী দল বিএনপির নেতা ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন। তিনি পুলিশ প্রশাসনকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানিয়েছেন। এমন অনুরোধে কতোটুকু কাজ হয় সেটাই দেখার বিষয়। যদি কাজ না হয়, তাহলে ধরে নিতে হবে চাঁদাবাজদের শক্তি ও সাহসের ভিন্ন উৎস আছে, যাতে সরষের ভেতরে ভূত রূপে অবস্থানকারী কারো প্রশ্রয় আছে কিংবা প্রভাবশালী কারো ইন্ধন আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়