শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৫

এই কুলাঙ্গার পুত্রের কঠোর শাস্তি চাই

অনলাইন ডেস্ক
এই কুলাঙ্গার পুত্রের কঠোর শাস্তি চাই

হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামে বাবাকে কুপিয়ে হত্যাকারী ছেলে সাকিব হোসেন (২৫)কে আটক করেছে পুলিশ। বাবা আক্তার হোসেন (৫৮)কে কুপিয়ে পালিয়ে যাওয়ার ৪৩ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছেলেকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সাকিবকে সাথে নিয়ে বাবাকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে টোরাগড় সরকার বাড়িতে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে নিহতের পরিবার। হত্যাকাণ্ডের পরে নিহতের স্ত্রী তাছলিমা বেগম সাংবাদিক ও পুলিশকে জানান, আমাদের পরিবারের সদস্য আটজন। এর মধ্যে ছেলে সাকিব ও তার স্ত্রী হোসনে আরা আক্তার ফারহানা রয়েছে। ছেলে সংসার খরচ দেয় মাসে এক হাজার টাকা । এসব নিয়ে গত ৪ সেপ্টেম্বর (বুধবার) ছেলেকে বকা দেয় তার বাবা। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একই সময় আমার বকাঝকার পর ছেলে শান্ত হয়ে চলে যায়। এরপর থেকে আর কোনো ঝামেলা নেই। এরই মধ্যে ছেলের বউ (সাকিবের স্ত্রী ফারহানা) তার বাবার বাড়িতে বেড়াতে যায়। তারপর থেকে ছেলে নিজ বাড়ি ও শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। পরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ফের বাবা-ছেলের ঝগড়া হলেও পরে আবার থেমে যায়। এরপরে আমি আমার আত্মীয়কে দেখতে বাজারস্থ একটি হাসপাতালে যাই। রাত বারোটার দিকে আমার শাশুড়ি, আমার অন্য ছেলেরা ও মেয়েরা ঘুমিয়ে ছিলো। হঠাৎ করে আমার স্বামীর চিৎকার শুনে তারা ঘুম থেকে জেগে উঠে দেখে, সাকিব ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পরে তারা আমার স্বামী (আকতার হোসেন)কে নিয়ে হাসপাতাল চলে যায়। সেখান থেকে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান। ছেলে যখন বাবাকে কুপিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তা দেখেছে আমার মেয়ে। মেয়েই ফোন করে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। এ ঘটনায় আমার ছেলের বউ (ফারহানা) জড়িত। সে আমার ছেলের মাথা খারাপ করে ফেলেছে। আমি আমার স্বামী হত্যায় ছেলে ও ছেলের বউয়ের বিচার চাই।

আমরাও কুলাঙ্গার পুত্র সাকিবের দ্রুত কঠোর বিচার চাই। পিতা আক্তার হোসেনকে হত্যার ক্ষেত্রে তাকে তার স্ত্রী বা অন্য কেউ উস্কানি দিয়েছে কি না, সেটা নিশ্চয়ই পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। সেমতে আক্তার হোসেন হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে যাতে মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির মুখোমুখি করা হয়, সে ব্যাপারে জোর দাবি জানাচ্ছি। আমরা মনে করি, পিতাকে হত্যা করা নিশ্চয়ই গুরু পাপ, এজন্যে খুনি সন্তানের সর্বোচ্চ শাস্তি তথা দণ্ড প্রয়োজন, কোনোভাবেই লঘু দণ্ড কাম্য নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়