শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৫:৫৭

ঐক্য পরিষদের মনিটরিং টিমসহ বিভিন্ন পূজো মণ্ডপে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
ঐক্য পরিষদের মনিটরিং টিমসহ বিভিন্ন  পূজো মণ্ডপে জেলা প্রশাসক
চাঁদপুর জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মনিটরিং টিমকে সাথে নিয়ে বিভিন্ন পূজো মণ্ডপ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মনিটরিং টিমকে সাথে নিয়ে পূজো মণ্ডপ পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি ঐক্য পরিষদ কর্তৃক ২৫ সদস্যের এই মনিটরিং টিম করায় সংগঠনটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। ১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়ায় দুর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে তিনি ঐক্য পরিষদের মনিটরিং টিমকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসকের পরিদর্শনকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনসহ ঐক্য পরিষদ মনিটরিং টিমের আহ্বায়ক ও জেলার সভাপতি বিনয় ভূষণ মজুমদার, মনিটরিং টিমের সদস্য সচিব ও জেলার সহ-সভাপতি অজিত কুমার সাহা, মনিটরিং টিমের সদস্য ও জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, মনিটরিং টিমের সদস্য ও জেলার সদস্য সচিব পার্থ গোপাল দাস, মনিটরিং টিমের সদস্য ও চাঁদপুর সদরের সভাপতি বাসুদেব মজুমদার, মনিটরিং টিমের সদস্য ও চাঁদপুর পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, মনিটরিং টিমের সদস্য ও পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। । এ বিষয়ে ঐক্য পরিষদের মনিটরিং টিমের আহ্বায়ক ও চাঁদপুরের সভাপতি বিনয় ভূষণ মজুমদার এবং মনিটরিং টিমের সদস্য সচিব ও জেলার সহ-সভাপতি অজিত কুমার সাহা বলেন, এখন পর্যন্ত দুর্গা পূজোর পরিস্থিতি ভালো। তবে আমরা চাই দশমীর বিসর্জন পর্যন্ত এই ভালোটা অব্যাহত থাকুক। আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়