শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০৭

নতুন নৌ পুলিশ সুপারের যোগদান প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
নতুন নৌ পুলিশ সুপারের যোগদান প্রসঙ্গে

বাড়ি তাঁর পিরোজপুর, এতোদিন চাকুরি করেছেন ফরিদপুর, বদলি হয়ে যোগদান করেছেন চাঁদপুর। নাম তাঁর সৈয়দ মোশফিকুর রহমান। তাঁর যোগদান প্রসঙ্গে চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সৈয়দ মোশফিকুর রহমান। সোমবার (৭ অক্টোবর) তিনি চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ নৌ পুলিশ সুপার কার্যালয়ে এসে যোগ দিয়ে প্রথম কর্ম দিবস শুরু করেন। এর আগে তিনি ফরিদপুর নৌ পুলিশে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তিনি দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণীও পুলিশ সুপার হিসেবে এটিইউতে কর্মরত আছেন । চাঁদপুরে নৌ পুলিশ সুপার হিসেবে যোগদানের পর তিনি রাজনীতিবিদ, পেশাজীবী ,সাংবাদিক ও মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। নৌ পুলিশকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আশ্বাস দেন এই নৌ পুলিশ সুপার। তিনি আগের নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। দেশের পট পরিবর্তনের পর চাঁদপুর নৌ পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ কামরুজ্জামানকে বদলি করা হলে তাঁর স্থলে সৈয়দ মোশফিকুর রহমানকে নিয়োগ দেয়া হয় । পূর্বসূরি কামরুজ্জামান সাহেবের বিদায়ের বিষয়টি চাঁদপুর জেলাবাসী ভালো করে না জানলেও চাঁদপুর কণ্ঠ সহ মিডিয়ার কল্যাণে উত্তরসূরি মোশফিকুর রহমান সাহেবের যোগদানের বিষয়টি জানতে পারলো। সে সুবাদে নবাগতজনকে স্বাগত জানাচ্ছি। চাঁদপুরে তাঁর নূতন কর্মকাল ক্রমশ সাফল্যে উদ্ভাসিত হোক--সেটা আন্তরিকভাবে প্রত্যাশা করছি। সদ্য বিদায়ী নৌ পুলিশ সুপার চাঁদপুরে তাঁর কর্মকালে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি তাঁর অধীনস্থ থানা ও ফাঁড়িতে কর্মরত কিছু সহকর্মীর জন্যে বিব্রত হয়েছেন এবং পুরো নৌ পুলিশ প্রশ্নবিদ্ধ হয়েছে। নবাগতকে অতীতের এ বিষয়টি মাথায় রেখে সতর্ক থাকতে হবে। তিনি ১৩ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের অভিযানকে চাঁদপুরে তাঁর প্রথম বড়ো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। পরবর্তী বড়ো চ্যালেঞ্জ হবে ২০২৫ সালের মার্চ-এপ্রিলে জাটকা রক্ষায় অভয়াশ্রমের দুমাস সময়কে। কারণ, এই দুটি সময়ে নৌপুলিশের কিছু সদস্যকে লোভে পড়ে বিপথগামী হতে দেখা যায়। আমাদের বিশ্বাস, চাঁদপুরে সদ্য যোগদানকৃত নূতন পুলিশ সুপার তাঁর অতীত অভিজ্ঞতা ও স্বীয় পেশাগত দক্ষতার আলোকে উল্লেখিত চ্যালেঞ্জগুলো ভালোভাবেই মোকাবেলা করতে পারবেন। তাঁর জন্যে নিরন্তর শুভ কামনা থাকলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়