শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১০

এমন দলিল লেখকের শাস্তি বাঞ্ছনীয়

অনলাইন ডেস্ক
এমন দলিল লেখকের শাস্তি বাঞ্ছনীয়

ফরিদগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক শামীম হাসানের মোবাইল ছিনিয়ে নিয়েছেন উপজেলা দলিল লেখক সমিতির সদস্য আব্দুল করিম পাটওয়ারী। তার সনদ নং-৮৯। সোমবার দুপুরে সমিতি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, সম্প্রতি নুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী দলিল লেখক আব্দুল করিম পাটওয়ারীর বিরুদ্ধে দলিল এবং খারিজ জালিয়াতির অভিযোগ করেন। এ বিষয়ে আব্দুল করিম পাটওয়ারীর বক্তব্য জানতে সোমবার দুপুরে দলিল লেখক সমিতিতে যান স্থানীয় সাংবাদিক শিমুল হাছান, শাকিল হাসান এবং শামীম হাসান। শুরু থেকে সাংবাদিকদের সাথে অত্যন্ত রুঢ় ব্যবহার করেন আব্দুল করিম পাটওয়ারী। তিনি সামঞ্জস্যবিহীন কথাবার্তা বলেন এবং হুমকি ধমকি প্রদান করেন। এ সময় পার্শ্ববর্তী দলিল লেখকগণ তাকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে সায় দেননি আব্দুল করিম। এক পর্যায়ে তার ছবি ধারণ করা হচ্ছে সন্দেহে শামীম হাসানের মোবাইল ছিনিয়ে নেন। সাংবাদিকরা তাৎক্ষণিক মোবাইল ফিরিয়ে নিতে সক্ষম হন। এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক শিমুল হাছান বাদী হয়ে উপজেলা সাব রেজিস্ট্রার এবং উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বরাবর অভিযোগ দেন।

উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। একজন দলিল লেখক এমন অপেশাদার আচরণ করতে পারেন না। সমিতির নিয়মানুসারে ব্যবস্থাগ্রহণ করা হবে। উপজেলা সাব রেজিস্ট্রার আরিফুর রহমান বলেন, তার আচরণ অত্যন্ত দুঃখজনক। অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে।

ফরিদগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে দলিল লেখক আঃ করিমের অসদাচরণের বিরুদ্ধে যে মনোভাব দেখিয়েছেন, অবশ্যই তা ইতিবাচক। আমরা এজন্যে তাদেরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি, অল্পতেই যদি আব্দুল করিম কে শায়েস্তা করে থামিয়ে না দেয়া যায়, তাহলে তার মধ্যে অপরাধ করার দুর্দমনীয় প্রবণতা তৈরি হবে। ফরিদগঞ্জের দলিল লেখকরা মনে কষ্ট পেলেও বা তিক্ত হলেও একটি কথা জানিয়ে রাখা দরকার মনে করছি যে, ইতোমধ্যে ফরিদগঞ্জের ক'জন দলিল লিখকের অনিয়ম নিয়ে গণমাধ্যমে একের পর এক যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা অন্য উপজেলার দলিল লেখকদের ক্ষেত্রে দেখা যায়নি। অতএব, ফরিদগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতিকে তাদের সদস্যদের নীতি-নৈতিকতা ও সততা-স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের বিষয়ে অনেক বেশি যত্নবান এবং সচেতন ও সতর্ক থাকার তাগিদ সমিতির পক্ষ থেকে দেয়াটা উচিত বলে মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়