শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২২:১১

ধানক্ষেতে পড়েছিল প্রবাস ফেরত যুবকের মরদেহ

ধানক্ষেতে পড়েছিল প্রবাস ফেরত যুবকের মরদেহ
মোহন হোসেন (২৪)
অনলাইন রিপোর্টার

শাহরাস্তিতে ধান ক্ষেত থেকে মোহন হোসেন (২৪) নামে প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত মোহন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। গত আটদিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন।

স্বজনরা জানান, গত বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন তিনি। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা।

নিহতের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে মোহনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়