প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০৩:০০
চাঁদপুরে বিকাশ প্রতারকদের ফাঁদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
সাধারণ মানুষ বা জনগণ নয়, যারা অপরাধীদের ধরে আইনের মুখোমুখি করার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য স্বয়ং নিজেই বিকাশের মাধ্যমে প্রতারণাকারী প্রতারকের ফাঁদে পা দিয়ে হারালেন নগদ ৩০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে গতকাল ২১ আগস্ট শনিবার চাঁদপুর শহরের কালীবাড়ি কোর্টস্টেশন এলাকায়।
|আরো খবর
জানাযায়, বাংলাদেশ রেলওয়ে পুলিশের চাঁদপুর রেলওয়ে পুলিশের সদস্য জিআরপি থানায় কর্মরত কনস্টেবল শিপন রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় ডিউটি পালনকালে তাঁর ব্যবহৃত মোবাইলে নাম্বারে প্রতারক চক্র ফোন করে তাঁর ব্যবহৃত বিকাশ নাম্বারটি বন্ধ করা হয়েছে এবং তাঁকে লোভনীয় আরো বেশকিছু অপার দিয়ে (০১৮২৯৬৩২৪৫) নাম্বারে টাকা পাঠাতে বলে। তাৎক্ষণিক পুলিশ সদস্য শিপন রেলওয়ে কোর্ট স্টেশনর পাশ্বে নকিয়া টেলিকমে গিয়ে দু'দফায় ৩০ হাজার টাকা পাঠায় এবং আরো টাকা পাঠাতে চায়। কিন্তু পুলিশ সদস্যের এলোমেলো কথা বার্তায় নকিয়া টেলিকম মালিক মোবারক শিকদারের সন্দেহ হলে তিনি টাকা পাঠানোর বিষয় জানতে চাইলে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রেলওয়ে জিআরপি থানায় কর্মরত রয়েছেন এমনটি বলে অনেক টা দোকান মালিককে ভয় দেখানোর চেষ্টা করলে দোকান মালিক বিকাশে আর টাকা নাই এবং যে টাকা পাঠানো হয়েছে তা' পরিশোধ করার জন্য বললে
উল্টো পুলিশ সদস্য আরো টাকা পাঠানোর জন্য চাপ দেন। কিন্তু এক পর্যায়ে দোকান মালিক পুলিশ সদস্য শিপন প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন তা ' বুজাতে সক্ষম হন এবং বলেন, আপনার বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা পেলেন। পরবর্তীতে বিকাশের টাকা পরিশোধ নিয়ে পুলিশ সদস্য শিপন এবং দোকান মালিকের সাথে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে পুলিশ সদস্য শিপন নকিয়া টেলিকমে কয়েক ঘন্টা বসে থেকে নিজের বাড়ি থেকে বিকাশের মাধ্যমে টাকা এনে বিল পরিশোধ করে কর্মস্থল চাঁদপুর রেলওয়ে জিআরপি থানায় ফিরে যান।