প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০১:১২
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন করলেন : কবির বিন আনোয়ার
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের প্রতিটি মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।
|আরো খবর
কবির বিন আনোয়ার বলেন, ভাষা আন্দোলনের সুত্রপাতও বঙ্গবন্ধুর হাতেই হয়েছিলো। মুক্তিযুদ্ধের জন্যে ৭ই মার্চের ভাষণ দিয়ে সমস্ত জাতিকে একত্রিত করেছিলেন বঙ্গবন্ধু।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবো। বঙ্গবন্ধু কন্যা নারীদের জন্যে যা কিছু করেছে, সেই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে। আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগ করছে এদেশের জনগণ। ডিজিটাল বাংলাদেশের কারণে বিশ্ব এখন হাতের মুঠোয়। সরকারের উন্নয়নমূলক সকল কর্মকান্ড সকলের কাছে পৌঁছে দিয়ে সাধারণ জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। প্রত্যেকটি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে।
এদেশের স্বাধীনতা বিরোধী যারা জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায় তাদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণের সংগঠন। এত সহজে বাংলাদেশ আওয়ামী লীগকে দমানো যাবে না। জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, থাকবে।
তিনি আরো বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনের জন্যে কাজ করতে হবে। পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক নেই যে একশত বছরে পরিকল্পনা করতে পারে। অনেকেই আমাদের জন্যে চ্যালেঞ্জ বলে আমি তা বলি না। কারণ এদেশের মানুষের জন্যে যে কাজ হয়েছে, যে উন্নয়ন হয়েছে তা ১০০ বছরেও হয় নাই।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম। আলোচনা সভার পূর্বে ফিতা কেটে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপনের উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে তিনি স্মার্ট কর্ণার পরিদর্শন ও স্মার্ট কর্ণারে কর্মরতদের দিক নির্দেশনা দেন।এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন তিনি।