শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০৯:০২

অবশেষে নিখোঁজ যুবক জয় ঘোষের সন্ধান পাওয়া গেছে ফেণীতে

সোহাঈদ খান জিয়া
অবশেষে নিখোঁজ যুবক  জয় ঘোষের সন্ধান পাওয়া গেছে ফেণীতে
জয় ঘোষ তার বন্ধুর বাসায় ঘুমিয়ে আছে। ইনসেটে তার ফাইল ফটো।

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বাসিন্দা, গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ যুবক জয় ঘোষের সন্ধান মিলেছে ফেণীতে তার বন্ধুর বাসায়। ১৩ আগস্ট শুক্রবার সকালে বাসা থেকে বেরিয়ে লাইভে এসে তার মনের কথা প্রকাশ করে সে নিখোঁজ হয়। তবে ঘটনাটি রহস্যজনক বলে জানা যায়।

জয় ঘোষের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে দশটায় বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসে নি। শত চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশেষে ফেণী শহরে তার অবস্থান নিশ্চিত করা হয়। সে তার বন্ধু কামরুজ্জামানের বাসায় অবস্থান করছে। কেনো সে লাইভে এসে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এমতাবস্থায় তার বাবা চাঁদপুর মডেল থানায় জিডি করেন। যার সূত্র ধরে চাঁদপুর কণ্ঠের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়, যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ঘোষ পাড়ার বাসিন্দা সম্ভুনাথ ঘোষের ছেলে জয় ঘোষ (২৪)। ১৪ আগস্ট শনিবার সকালে জয় ঘোষের ছোট ভাই বিজয় ঘোষ ফেণী শহরে জয় ঘোষের বন্ধুর বাসায় গিয়ে তার ভাইয়ের অবস্থান নিশ্চিত করেছে। এ ব্যাপারে জয় ঘোষের পিতা সম্ভুনাথ ঘোষ বলেন, গত রাত ২টায় তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি, সে তার বন্ধু কামরুজ্জামানের নিকট ফেণী শহরের বাসায় অবস্থান করছে। এ খবর শুনে আমার ছোট ছেলে বিজয় ঘোষকে রাতেই ফেণীতে পাঠাই। বর্তমানে আমার ছোট ছেলে বিজয় ঘোষ তার বড় ভাই জয় ঘোষের নিকট আছে। কী কারণে জয় এটা করছে সে না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়