শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০২:২২

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আয়োজনে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বারের বিদায় সংবর্ধনা

গোলাম মোস্তফা
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ  ইউনিটের আয়োজনে পুলিশ সুপার  মিলন মাহমুদ বিপিএম বারের  বিদায় সংবর্ধনা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুলাই রোববার বিকেল পাঁচটায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার মুক্তিযুদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপ্রধানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, এ ভবনটি আমি দেখতে এসেছিলাম, তখন জেলা কমান্ডার এ বিদায় অনুষ্ঠানের জন্য বলছে। আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তানের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের কার্যক্রম আবারো নতুন করে চালু হলো। আমরা যারা সরকারি চাকুরী করি তারা আমরা কোথাও দীর্ঘ স্হায়ী সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, এটাই চিরাচরিত নিয়ম। একটি স্হানে সর্বোচ্চ ৩ বছর থাকতে পারি। আমার চাঁদপুরে এক বছরের কিছু বেশি সময় হয়েছে। আমি জেলা প্রশাসক হিসেবে এ জেলায় যোগদানের পর এসপি সাহেব চাঁদপুরে। আসার পর থেকে আজ অবদি কখনো আমাদের মাঝে যোগাযোগ বন্ধ হয়নি। আজকে যে ভাবে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান হচ্ছে। তেমনি আমি ও চলে যাব, চাইবো এ ভবন থেকে একটা ভালো বিদায় সংবধনা পেতে পারি এমনটাই প্রত্যাশা করি।

তিনি বিদায়ী পুলিশ সুপারের স্ত্রী প্রসঙ্গে বলেন, পুনাক সভানেত্রী সত্যি একজন দক্ষ সংগঠক। তিনি ঢাকায় চাকুরি করেন, তার পর ও চাঁদপুরে ছুটে এসে বিদায়ী পুলিশ সুপার কে যে ভাবে সহযোগিতা করেছে তা প্রসংশিত। আমরা চাইবো বাকী দিন গুলো যেন এমনি ভাবে কাটাতে পারেন। তিনি যেন একদিন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ ইন্সপেক্টর জেনারেল হয়ে দায়িত্ব পালন করেন এমন প্রত্যাশা করছি।

সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ,পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, সহ কমান্ডার ইয়াকুব আলী মাস্টার।

এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম পিপিএম, আগামী দিনের পথচলায় সকলের দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মুফতি আশেক এলাহী।

সবশেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর ইউনিট কমান্ডারে পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ছবির ক্যাপশন - জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডারে পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বিপিএম কে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়