সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০৯:৫২

আগরতলাতে বঙ্গমাতার জন্মদিন পালিত

স্বপন কুমার ভট্টাচার্য
আগরতলাতে বঙ্গমাতার জন্মদিন পালিত

৮ আগস্ট রোববার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কার্যালয়ে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী হাই কমিশনারসহ উপস্থিত অতিথিরা। সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্রথম সচিব রেজাউল হক চৌধুরী,প্রথম সচিব (স্থানীয়) মোহাম্মদ আস্রাজ্জুমান যথাক্রমে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয়া প্রধানমন্ত্রী ও মহিলা কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।

এরপর বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মান প্রাপক তথা বিশিষ্ট লেখক সাংবাদিক স্বপন কুমার ভট্টাচার্য, অধ্যাপক মুজাহীদ রহমান, শিক্ষাবিদ মুস্তাফা কামাল, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক এবং সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। অনুষ্ঠানে আগরতলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়