প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ২১:৪১
পৌর মেয়রের সুস্থ্যতায় পুরাণবাজার হরিসভা মন্দিরে প্রার্থনা
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিলুর রহমান জুয়েলের সুস্থ্যতা কামনায় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা শ্রীশ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।৮ আগস্ট রোববার রাত ৮ টায় স্বাস্থ্যবিধি মেনে এই প্রার্থনা করা হয়। এই প্রার্থনা সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শ্যামা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব ও চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) রাধাগোবিন্দ গোপের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সভায় মেয়র জিল্লুর রহমান জুয়েলের প্রশংসিত দিক তুলেধরে এবং তার রোগমুক্তি কমনা করে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলা জজকো্র্টের পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা প্রমুখ।
এ সময় হরিসভা রাধা মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, ব্যবসায়ি পরেশ মালাকার, পৌর আওয়ামী লীগের সদস্য সঞ্জীব পোদ্দার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, সদস্য নেপাল চন্দ্র সাহা, দাসপাড়া মন্দিরের সদস্য লিটন সাহা,অঞ্জন দেসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার। প্রার্থনা পরিচালনা করেন হরিসভা মন্দিরের পুরোহিত কেদারনাথ চক্রবর্তী।
প্রসঙ্গত, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল কিছুদিন পুর্বে অসুস্থবোধ করায় ডাক্তারের পরামর্শে করোনা টেষ্ট করান। গত ৪ঠা আগস্ট তার রিপোর্ট আসে করোনা পজিটিভ।এর পর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।