বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১০:৫৮

রোমানিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ  ও পরামর্শ

ইঞ্জিনিয়ার এম আর আহমেদ (রাজ) পোল্যন্ড
রোমানিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ  ও পরামর্শ

উচ্চশিক্ষার জন্য রোমানিয়া এখন হালের একটি ক্রেজ। তাই এ উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হতে পারে দক্ষিণ ইউরোপের দেশ রোমানিয়া। ইউরোপ ইউনিয়নভুক্ত রোমানিয়াতে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়তে যেতে শুরু করে ২০২১ সাল থেকে। সহজ এডমিশন প্রক্রিয়া, সহজে ভিসা পাওয়া খুব অল্প টিউশন ফি এবং পার্ট টাইম জবের সুবিধা থাকার জন্য রোমানিয়া এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পছন্দের দেশ।

ইতিমধ্যে রোমানিয়াতে যাওয়ার আবেদন শুরু হয়েছে এবং কিছু ইউনিভার্সিটিতে আবেদন শুরু হবে আর কিছুদিন পরে । এ ক্ষেত্রে ২০২৩ সালে যারা আবেদনকারী তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যাদের ভালো একাডেমিক রেজাল্ট এবং আইইএলটিএসএ ৬.০০ -৬.৫ রয়েছে। তারা যেনো সরাসরি সেঞ্জেনে এপ্লাই করে। কেন-ই -বা অনুরোধ করেছি সেটা হয়তো আসার পর বুঝতে পারবেন, যদিও সেঞ্জেন এ আসাটা তুলনামূলক কঠিন কিন্তু অসাধ্য না, ইচ্ছা থাকলে আল্লাহপাক কবুল করবেন।

রোমানিয়াতে যারা-২০২৩ সালে আবেদন করবে, আমি অনুরোধ করবো তাদেরকে অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি এড়িয়ে যাবার জন্য। গত বছর এবং এই বছর আমরা দেখছি কিছু তথাকথিত নামধারী কনসাল্টেন্ট এবং প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি প্রমোশন করছে এবং শিক্ষার্থীদের প্রভাবিত করছে। সেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য । প্রথমত রোমানিয়া একটি নন-সেঞ্জেন কান্ট্রি। আবার সেখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছেন জিনিসটা কেমন একটা বুমেরাং হয়ে গেল না? প্রথমত দূতাবাস একটা ভালো পাবলিক এ এডমিশন নিলে সেটা কিন্তু আপনার ভালো ইন্টেনশন হিসবে বিবেচনা করে। দ্বিতীয়ত রোমানিয়াতে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশিন ফি তুলনামূলকভাবে অনেক বেশি। তাই আমার পরামর্শ হচ্ছে এতো পাবলিক ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও আমি কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবো রোমানিয়াতে তাও, হাই টিউশন দিয়ে।

এটাই কিছু প্রতিষ্ঠান এবং কিছু গ্রুপের এডমিন প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের এডমিশনের জন্য প্রভাবিত করে। তার একটা বড় কারন হচ্ছে খুব সহজে এডমিশন এবং বড় অংকের ইউরো কমিশন পাচ্ছে আপনার টিউশন ফি থেকে। একদিকে আপনার থেকেই সার্ভিস চার্জ নিচ্ছে, আবার অন্যদিকে তারা ইউনিভার্সিটি থেকেও কমিশন পাচ্ছে। তাই আগ্রহী শিক্ষার্থীদের জন্য পরামর্শ যেখানে ভালো অনেক পাবলিক রয়েছে তাই বুদ্ধিমানের কাজ হবে সরকারী ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া। আমি কোন প্রকার প্রাইভেট ইউনিভার্সিটি নাম নিচ্ছি না সেটা আপনারা বুঝে নিবেন এবং এইসব ব্যাক্তি বা প্রতিষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখাটা শ্রেয় বলেই মনে করি।

রোমানিয়া নিয়ে অনেক ধরনের প্রতারণামুলক কাজ (স্ক্যাম) হয়। তারমধ্যে একটি হচ্ছে টিউশন ফি। আমি সবাইকে বলব, ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করে নিজ উপস্থিতে সঠিক ইনভয়েস এর মাধ্যমে ইউনিভার্সিটিতে টিউশন পাঠানোর জন্য। এমনকি যদি আপনার খুব কাছের মানুষও আপনাকে প্ররোচিত করে তাকে টিউশন ফি দিতে তা করবেন না। আর যদি তাই হয় সেক্ষেত্রে আপনার প্রতারণা হবার সুযোগ থেকে যায়। টিউশন ফি পাঠানোর জন্য কোন সমস্যা হলে এ ক্ষেত্রে আপনারা প্রিমিয়ার ব্যাংক গুলশান ব্রাঞ্চ-১ এ চলে যাবেন। আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ দাতা প্রতিষ্ঠান হিসেবে EduXplore এর রেফার করলে আপনাদের যথাযথ সহযোগিতা করবে এবং তার জন্য কাউকে বা কোন ব্যক্তিকে টাকা-পয়সা দেবার প্রয়োজন নেই। আশা করি ২০২৩ সালে আমাদের প্রিয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রোমানিয়াতে যাবার স্বপ্ন আল্লাহ পাক কবুল করবেন এবংএকই সঙ্গে সবার বৈধভাবে ইউরোপে যাত্রা সুন্দর হবে।

লেখক : ইঞ্জিনিয়ার এমআর আহমেদ (রাজ ), বি.ইঞ্জিঃ (পোল্যান্ড), এমএসসি ( পোল্যান্ড) এক্স ইউ-ইএসএফ স্কলার ,পোল্যান্ড সিইও ,EduXplore.

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়