শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ২০:৩৫

হাইমচরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
হাইমচরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, "চ্যানেল আই" এর সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন লামচরী ঈদগাহ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

আজ ৭ আগস্ট শনিবার আছর বাদ দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে হাইমচর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন লামচরী ঈদগাহ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার।

তিনি তার সংক্ষিপ্ত স্মৃতিচারণে বলেন, ইকরাম ভাই চাঁদপুর জেলার মধ্যে একজন সৎ ও ভালোমানের সাংবাদিক ছিলেন। তিনি সব সময় লিখুনীর মাধ্যমে জনগণের কল্যাণে ও সাংবাদিকদের সুনাম ও ঐক্যের জন্য কাজ করে গেছেন। আমি চাই তার আদর্শকে ধারন করে সাংবাদিকরা জাতির জন্য কাজ করে এগিয়ে যাবেন। যাতে জাতি ও সমাজ উপকৃত হয়। আমি ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা মরহুম ইকরাম ভাইয়ের ও তার পরিবারে জন্য দোয়া করবেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে অংশ গ্রহন করেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (রিয়াদ), ২নং উত্তর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মিজি।

আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার হাইমচর প্রতিনিধি মোঃ মহাসিন মিয়া, হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক হাসান আল মামুন সহ বাজার ব্যবসায়ী ও মুসুল্লীগণ। মিলাদ ও মুনাজাত শেষে মুসুল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়