বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ২১:১৮

আমেরিকা প্রবাসী বিভাষ মজুমদার রিংকুর খাদ্য সহায়তা পেলো শতাধিক পরিবার

স্টাফ রিপোর্টার
আমেরিকা প্রবাসী বিভাষ মজুমদার রিংকুর খাদ্য সহায়তা পেলো শতাধিক পরিবার

কারমাইকেল প্রিন্টিং ওয়ার্কস্-এর স্বত্বাধিকারী বিজন মজুমদার ও পুতুল মজুমদারের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুরের কৃতী সন্তান আমেরিকা প্রবাসী বিভাষ মজুমদার রিংকুর মহানুভবতায় খাদ্য সহায়তা পেলো চাঁদপুরের শতাধিক হতদরিদ্র অসহায় পরিবার। তিনি তার বাবা-মা ও বড় কাকার আত্মার শান্তি কামনায় করোনাকালীন অসহায়-দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

২ আগস্ট থেকে গতকাল ৪ আগস্ট পর্যন্ত তার ছোট ভাই বিশিষ্ট সংগঠক বিকাশ মজুমদার টিটু ও শহরের কুণ্ডেরবাড়ির বাসিন্দা বিশ্বনাথ ঘোষ (বিশু) টোকেনের মাধ্যমে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও ক’জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।

বিভাষ মজুমদার রিংকু মুঠোফোনে জানান, করোনাকালীন অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। এদের কেউ কেউ হয়তো সরকারি বা বেসরকারি সাহায্য-সহযোগিতার জন্যে হাত পেতেছেন কোনো না কোনোভাবে। কিন্তু অনেক পরিবার আছেন যারা হাত পাততে বা চাইতে পারছেন না লোকলজ্জার ভয়ে। যারা চাইতে পারছেন না তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আশা করি, দানশীল ব্যক্তিগণ বিষয়টি লক্ষ্য রাখবেন। আমি চাঁদপুরের সন্তান। জীবন-জীবিকার প্রয়োজনে হয়তো দেশের বাইরে আছি কিন্তু আমার দেহ-মন পড়ে আছে আমার মাতৃভূমিতে। করোনার কারণে আজ অনেকেই অসহায় হয়ে পড়েছে। সরকারের একার দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই বিনীত অনুরোধ থাকবে বিত্তশালী উদার মনের মানুষদের কাছে। আপনারা যতোটুকু সম্ভব সাধ্যানুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ালে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হবো।

উল্লেখ্য, বিভাষ মজুমদার রিংকু আমেরিকা থেকে বিভিন্ন সময় তার পরিবারের মাধ্যমে বিভিন্নভাবে অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়