মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১১:১০

আনন্দ উল্লাসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের বনভোজন

জমির হোসেন, ইতালি থেকে
আনন্দ উল্লাসে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের বনভোজন

আনন্দঘন পরিবেশে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের বনভোজন শেষ হয়েছে। ইতালিতে দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দী থেকে একঘেয়ামী কাঁটিয়ে উঠতে দেশটিতে স্বাভাবিক জীবনযাপন শুরু হলে ঠিক তখনই গ্রীষ্মের ছুটিতে ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন উৎসবে মেতে উঠেন। কমিউনিটির ভালো কাজের উদ্দেশ্য থাকায় ইতিমধ্যে সুনাম অর্জন করেছে ইতালির ভেনিসে অবস্থিত সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি।

প্রতি বছরের মত এবারও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এই আনন্দ ভ্রমণের আয়োজন করেন। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে এই গানের সাথে সুর মিলিয়ে সকলে একসাথে কিছু স্বপ্নীল সময় কাটাবার জন‍্য সংগঠনের সাধারন সম্পাদক শাহাদাত হোসাইনের সার্বিক ব্যাবস্থাপনায় বিলাসবহুল ২টি বাসে করে ইতালির বিখ্যাত দুটির মধ্যে রোমিও জুলিয়েটের সেই অমর প্রেম কাহিনীর ঐতিহাসিক বাড়ি ভেরোনার উদ্দ‍্যেশে যাত্রা শুরু করেন প্রবাসীা।

যাত্রার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল কাদের। শতাধিক র‍েমিটেন্স যোদ্ধা নিয়ে সকাল সাড়ে ১০ টায় পরিদর্শন করেন জুলিয়েটের বাড়ি এবং যাদুঘর।

পথে বাসের মধ‍্যে আজাদ খান এবং শরীফ মৃধার পরিচালনায় আনন্দ উল্লাসে মেতে উঠে প্রবাসীরা। গান, কবিতা আবৃতি এবং কৌতুক নিয়ে বাসভরা মানুষের

যেন আনন্দের কোন সীমা নেই। ক্লান্তির পর এক চিলতে সুখ এ যেন প্রবাসে একটুকরো বাংলাদেশ। আঁকা বাকা পথ ধরে বাস চলতে শুরু করে সংগঠনের দুটি বাস। সংগঠনের কয়েকজন জানান,দুপুর সাড়ে ১২টায় বাসটি গিয়ে পৌঁছান অপার স‍ৌন্দর্য‍্যের সমাহার ব্রেসিয়ার সিরমিয়ন নামক স্থানে। সেখানে সবাই দুপুরের খাবারের পর সিরমিয়নের সৌন্দর্য‍্য উপভোগে ব‍্যাস্ত হয়ে পড়েন

প্রবাসী বাংলাদেশিরা।

এসময় কেউ কেউ দেখেন দূর পাহাড়ের মেঘের খেলা। ভ্রমণের মাঝে বৃষ্টি শুরু হয় এরপরেও সবার মাঝে আনন্দের কোনো কমতি ছিলনা। বিকেলে গারদা লেকের সৌন্দর্য‍্য সবাইকে মুগ্ধ করে তোলে। অতিথিরা সারাদিনের ঘুরে আর হৈ-হুল্লুড় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা ধুলার মাঝে হারিয়ে যায় এবং ফিরে যায় পুরোনো দিনের স্মৃতিতে।

এরপর নূরে আলমের পরিচালনায় ছোট্ট সোনামনিদের জন‍্য ছিল দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা এবং পুরুষদের চোখ বেঁধে হাড়ি ভাঙা সকলের মাঝে আনন্দের বন‍্যা বইয়ে দেয়। পরে আকর্ষনীয় র‍্যাফেল ড্রয়ের মধ‍্য দিয়ে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি টানা হয়।

আনন্দ আয়োজনে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, ড. সৌরদাশ গুপ্ত, সেঁজুতি দাশ গুপ্তা, হুমায়ুন কবির, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আওলাদ হোসেন, সহসভাপতি আশরাফ পাটোয়ারী, ইউনুছ মিয়া, নজরুল ইসলাম মতিন,

যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসাইন, আপ‍্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জব্বার মিয়াজী, আমির হোসাইন, সাইফুল আলম, জাকির হোসাইন, নজরুল ইসলাম শামীম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়