প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ১৯:০৩
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দীনিয়া মাদ্রাসার মাহফিল
যারাই রাসুলের শান নিয়ে কথা বলে তারাই যুগ যুগ ধরে আলোকিত হয়েছেন
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ২ দিনব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মাহফিলে দোয়া মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রিয় নবীর জন্মের মাস রবিউল আউয়াল। এ মাসে নবী প্রেমিকরা মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান নিয়ে আলোচনা করেন। আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। আর আরবি বাকি ১১ মাস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন্নবী নিয়ে আলোচনা করি। তিনি আরো বলেন, রাসুলে আরাবির শান নিয়ে কথা বলা সৌভাগ্যের। যারাই রাসুলের শান নিয়ে কথা বলে তারাই যুগ যুগ ধরে আলোকিত হয়েছেন। আমেদের নবীর মিলাদুন্নবীর আলোচনা পৃর্ববর্তী নবীরাও করে গেছেন। আমরা মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই মানি। আর যারা নবীর সিরাতুন্নবী মানে ঈদে মিলাদুন্নবী মানে না।তারাই মানুষকে বিভ্রান্ত করছে।
ওয়াজ করেন চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আল-আমিন, রায়পুর ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আহসান উল্লাহ নেছারী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাগড়া বাজার জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সুলতানুল আরেফিন, রাহমানিয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইব্রাহীম চৌধুরী প্রমুখ।
মাহফিলের প্রথম দিনে ওয়্যারলেস বাজার বড় গাজী বাড়ি জামে মসজিদের খতিব মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি জেলা জমইয়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মাওঃ মোঃ শফিকুল ইসলাম, খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাকির হোসেন প্রধান, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, তরুণ সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন দর্জি, পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন বাসুসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ২ দিনব্যাপী মিলাদ মাহফিল ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। ওয়াজ করিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ মোঃ মাহাদী হাসান, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আল-আমিন, মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস, কচুয়া।
ছবির ক্যাপশন।। ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দীনিয়া মাদ্রাসার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।