বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২

আজ চাঁদপুরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব

দুই সহস্রাধিক বিতার্কিকের মিলনমেলা বসছে চাঁদপুর সরকারি কলেজে ॥ উদ্বোধক শিক্ষামন্ত্রী, সমাপনীতে প্রধান অতিথি স্পীকার

আজ চাঁদপুরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং চাঁদপুর সরকারি কলেজের অনুপ্রেরণায় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর আয়োজনে আজ ১৩ অক্টোবর থেকে চাঁদপুরে শুরু হচ্ছে ‘ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে হচ্ছে এই বিতর্ক উৎসব। বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সহযোগিতায় তিনদিনের এই বিতর্ক উৎসবটি শেষ হবে ১৫ অক্টোবর। উৎসবের স্লোগান ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’। উৎসবের উদ্বোধনী র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

দেশের সবচেয়ে বড় এই বিতর্ক উৎসবে ইতোমধ্যেই দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতাণ্ড২০২২-এর জন্যে নিবন্ধন এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। আজ এই ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬টি দলের বিতর্ক প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে তিনদিনের এই বিতর্ক উৎসবের পর্দা উঠবে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ১৪-১৫ অক্টোবর ১৫০ টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০০ এরও অধিক বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বিতর্ক উৎসব।

অনুষ্ঠানসূচিতে থাকছে, আজ সকাল ১১টায় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বিশ্ববিদ্যালয়সমূহের নিবন্ধন, দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজ, ২টা ৪০ মিনিটে ট্যাব রুমে টিম এবং বিতার্কিকদের এন্ট্রি, দুপুর ৩টায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ট্যাবভিত্তিক প্রতিযোগিতা আয়োজন এবং রাত ৯টা ৪৫ মিনিটে উৎসবের মূল আকর্ষণ ‘ডিবেটার্স মিট উইথ ডাঃ দীপু মনি, এমপি এবং ফেলোশিপ সেশন’ যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি।

পরবর্তী দিনগুলোর অনুষ্ঠানসূচীতে থাকছে নানাবিধ প্রদর্শনী বিতর্ক, মিট উইথ আয়মান সাদিক, মিট দ্য ডিবেট লিজেন্ডস, প্ল্যানচেট বিতর্ক, সিডিএম আজীবন সম্মাননা পদক, সিডিএম এচিভার্স ডিবেটার্স অ্যাওয়ার্ডস ২০২২, ডিবেটার্স কালচারাল নাইট, জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পলিসি বিতর্ক সভা, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট শো এবং সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

১৪ অক্টোবর সকাল সোয়া ৯টায় উৎসবের উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও উৎসবের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি (ভার্চুয়ালি সংযোগ); মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক একুশে পদকপ্রাপ্ত কবি কামাল আবদুল নাছের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, ডাঃ আব্দুন নূর তুষার, সাবেক সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

ডিবেটার্স কালচারাল নাইটে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘লিসান এন্ড ফ্রেন্ডস’, জি বাংলা সারেগামাপা’র ‘শিষপ্রিয়া’ খ্যাত অবন্তী সিঁথি।

১৫ অক্টোবর বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; মোজাম্মেল বাবু, ব্যবস্থাপনা পরিচালক, একাত্তর টেলিভিশন; জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) ও ডাঃ আব্দুন নূর তুষার, সাবেক সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।

উৎসবের বিচারকার্য সম্পাদনের জন্যে গঠিত প্যানেলের প্রধান হিসেবে থাকছেন সিডিএমণ্ডএর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তারকা বিতার্কিক ও কুমিল্লা জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মুহম্মদ ওমর ফারুক ফাহিম। উপ-প্রধান বিচারক হিসেবে থাকছেন জাফর সাদিক, সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটি ও সাবেক বিতার্কিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাহাদী হাসান, সহকারী অধ্যাপক-আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি; মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক, দৃষ্টি চট্টগ্রাম এবং সহকারী অধ্যাপক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগাম; মনোয়ার আলীম তন্ময়, সাবেক কনভেনার (ইংরেজি বিতর্ক), ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, মোঃ সাইফ উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, জিহাদ আল মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন; সৌরভ অধিকারী, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, রাকিবুল হাসান শান্ত, সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; মোহাম্মদ আবু ফয়সাল, সাবেক সভাপতি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; এইচ এম সাবির নূর, ডেপুটি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, শাকিল আহমেদ সাগর, সভাপতি, বুটেক্স ডিবেটিং ক্লাব এবং সাবেক সভাপতি ফরিদপুর ডিবেট ফোরাম, তানভির রিফাত, রাজশাহী ডিবেট ফোরাম; মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সি, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিসহ আরও অনেকে।

উৎসবের সমতা সংরক্ষণ কমিটিতে দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজরিন আহমদে খান মেধা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাইসা তাবাসসুম এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সাবেক সাধারণ সম্পাদক মাহজাবিন অধরা।

ট্যাব পদ্ধতিতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ট্যাব ডিরেক্টর হিসেবে থাকছে শুভ্র হাসান, সাবেক সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

উৎসবে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানার নেতৃত্বে সাবেক ও বর্তমান তারকা বিতার্কিকদের সমন্বয়ে শতাধিক বিতার্কিক জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় এই মিলনমেলায় অংশ নিয়ে এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী বিতর্কে অংশ নেবে। উৎসবে চাঁদপুরের বিতর্ক অঙ্গনে অনন্য অবদান এবং বিতর্কের প্রসারে ভূমিকা রাখার জন্যে দুজন বিতর্ক অনুরাগীকে সিডিএম আজীবন সম্মাননা পদকে ভূষিত করা হবে। একইসাথে চাঁদপুরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে বিতার্কিক হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান এবং কৃতিত্ব অর্জন করেছেন এমন ১২ জন কৃতী বিতার্কিককে সিডিএম এচিভার্স ডিবেটার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।

অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি মির্জাপুর, এক্সক্লুসিভ স্পন্সর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একেএস স্টিল, স্ট্রাটেজিক পার্টনার চাঁদপুর পৌরসভা ও দৈনিক চাঁদপুর কণ্ঠ, পেমেন্ট পার্টনার ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’, ড্রিংকিং পার্টনার ‘পুষ্টি’, স্ন্যাকস পার্টনার ‘শক্তি প্লাস’, আইসক্রিম পার্টনার ‘সেভয় আইসক্রিম’, কন্টেন্ট পার্টনার ‘ইভেন্ট থ্রি সিক্সটি’, মিডিয়া পার্টনার ‘চাঁদপুর প্রেসক্লাব’, ‘সময় টেলিভিশন’, ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’ এবং ‘বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়