শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ১৮:৫৩

শাহরাস্তিতে দেবী দুর্গা বিসর্জন দিতে ভক্তদের উপচে পড়া ভিড়

শাহরাস্তিতে দেবী দুর্গা বিসর্জন দিতে ভক্তদের উপচে পড়া ভিড়
মোঃ মঈনুল ইসলাম কাজল

সারাদেশের ন্যায় শাহরাস্তিতে দেবী দুর্গা বিসর্জন দেয়া হয়েছে। এবার উপজেলার ১৮ টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হয়।

উপজেলার বেশিরভাগ পূজা মন্ডপ গুলো নিজ নিজ এলাকায় দেবী দুর্গা বিসর্জন দিলেও ছিখটিয়া ডাকাতিয়া নদীতে ৫ টি মন্ডপের দেবী দূর্গা একসাথে বিসর্জন দেয়া হয়। এতে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর পূজা মন্ডপ শরিক হয়।

দুপুরের পর থেকে বিসর্জন স্হানে দেবী দুর্গা নিয়ে ভক্তগন আসতে থাকেন। একে একে মেহের কালীবাড়ি, বর্ধন বাড়ি , পালপাড়া, ছিখটিয়া পূজা মন্ডপের ও গন্ধব্যপুর পূজা মন্ডপের ভক্তরা বিসর্জন দিতে আসেন।

ডাকাতিয়া নদীর পাড়ে ছিখটিয়া এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জনে উপস্থিত হয়।

বিকেল ৫ টায় একে একে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল লক্ষণীয়। শাহরাস্তি থানার ওসি মোঃ আব্দুল মান্নান জানান, অত্যান্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিসর্জন কাজ সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়