রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১৩:২১

চাঁদপুরে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভা

কোরআনে হাফেজদের ঐতিহ্যবাহী সংগঠন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শুক্রবার (৩১ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. মাহবুবুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মাওলানা নরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ য ম ইসমাইল হোসেন আজাদ।

তিনি বক্তব্যে সংগঠনের বিগত দিনের প্রত্যেকের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে যেসব সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, কোরআনে হাফেজদের এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার কারণে আজকে কোরআন শিক্ষায় অবদান রাখতে পেরেছি। আমাদের সাধ্যমত সামাজিক কাজগুলো করার চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা আমাদের সংগঠনের কাজকে আরো সুদৃঢ় করার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি সকলকে আখেরাতের মুক্তির কথা চিন্তা করে জীবন পরিচালনা করার আহবান জানাচ্ছি।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাছুম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ জাকির হোসেন মৃধা, কোষাধ্যক্ষ হাফেজ মো. আলাউদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ জাকির খান, হাফেজ ওমর ফারুক, হাফেজ নেয়ামত উল্যাহ, হাফেজ মোসাদ্দেক আল-আকিব, হাফেজ মো. আবুল হোসেন, হাফেজ মো. মাহবুবু রহমান। সভায় সংগঠনের শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়