বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ রোটারী ক্লাবের যাত্রা শুরু

সভাপতি কামরুল হাসান সম্পাদক অ্যাডঃ মাহবুব আলম

ফরিদগঞ্জ রোটারী ক্লাবের যাত্রা শুরু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ রোটারী ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক সেবামূলক সংগঠনটির উপজেলা পর্যায়ে যাত্রা শুরু করতে স্পন্সর করেছে চাঁদপুর রোটারী ক্লাব। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে কামরুল হাসান সউদকে প্রতিষ্ঠাতা সভাপতি, অ্যাডঃ মাহবুব আলমকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মানিক মামুনকে প্রতিষ্ঠাতা ট্রেজারার করে কমিটি ঘোষণার মাধ্যমে ফরিদগঞ্জে সংগঠনটি তার পথচলা শুরু করে।

রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি ও রোটারী ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর রোটারিয়ান অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ফরিদগঞ্জের নানা শ্রেণী ও পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমন্বয়ে উপজেলা সদরের লাইফ জেনারেল হাসপাতালের কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রেজাউল রেজা, দিলীপ কুমার, আহসান হাবিব মামুন, প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, লিটন কুমার দাস, সাহেদ শিমুল, আমান উল্লা আমান, সাইফুল ইসলাম রিপন, আসিফুর রহমান ছোটন, মজিবুর রহমান, রায়হান প্রমুখ।

আনুষ্ঠানিক যাত্রাপূর্ব বেশ ক’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রোটারিয়ান অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবুসহ স্পন্সর সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। যাত্রা শুরু সভায় বলা হয়, আমরা আজ থেকে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের যাত্রা শুরু করলাম। দ্রুত আমরা আমাদের স্পন্সর সংগঠন রোটারী ক্লাব অব চাঁদপুরের কাছে সকল কাগজপত্র জমা দিয়ে দিবো। পরবর্তীতে রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন আসলে আমাদের আনুষ্ঠানিক যাত্রার আন্তর্জাতিকভাবে পথচলা শুরু হবে। আমরা ফরিদগঞ্জ উপজেলার সর্বত্র সেবার হাত বাড়িয়ে দিতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়