বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:৩০

ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিমিয়

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিমিয়

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন এবং পূজার সময় আইনশৃংখলা পরিস্থিতি সার্বিক সমুন্নত রাখতে পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ। বৃুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেনের সভাপতিত্বে ও এসআই জামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দাসপাড়া যুব ষংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, গুপ্টি পুর্ব ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি অজুর্ন মণ্ডল, সাধারণ সম্পাদক লিটন কুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, বাংলাদেশ পৃথিবীর এমন একটি দেশ , যে দেশের মানুষজন একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে। পরস্পরের প্রতি ভাতৃত্ববোধ ধরে রেখে আবহমান কাল থেকে এধারা চলে আসছে। কিন্তু কিছু দুবৃত্ত সর্বদায় সুন্দরতম এইসব ধারাকে ব্যহত করতে নানা ষড়যন্ত্র করে আসছে। বিগত বছরের পূজা সময় এই ধরনের ঘটনা ঘটেছে। যা আপানারা সকলে জানেন। তাই সেইসব ঘটনার যাকে পুনরাবৃত্তি কেউ ঘটাতে না পারে, সেই জন্য আমাদের সর্তক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক লাগাতে হবে। এখন থেকে বিসর্জন পর্যন্ত নিয়মিত নিজেদের স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে মণ্ডপসহ আশপাশের এলাকা টহল দিতে হবে। আমরা আইনশৃংখরা বাহিনী ইতিমধ্যেই মণ্ডপএলাকা গিলে তৎপরতা শুরু করেছি। পর্যায়ক্রমে তা বাড়বে। পূজার সময় রেজিস্টার করে দর্শনার্থীদের নাম ও মুঠো ফোন নাম্বার লিখে রাখতে হবে। মোট কথা আমরা একটি শান্তিপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ পূজা করতে সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

উল্লেখ্য, এবছর ফরিদগঞ্জ উপজেলায়২০টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়