প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৫০
প্রবীণ আলেম মাওঃ আমির হোসাইনের ইন্তেকাল
হাইমচর উপজেলার গন্ডামারা আবু বকর সিদ্দিকী ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ মোঃ আমির হোসাইন (৮৩) আর বেঁচে নেই। তিনি চাঁদপুর আল মানার হাসপাতালে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি........ ইলাইহি রাজিউন।
|আরো খবর
মরহুমের জানাজা বুধবার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর ফরিদগঞ্জ রামপুর চৌমুহনী বাজার (বিশকাটালী) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যু কালে মা, স্ত্রী, ৬ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবর শুনে আত্বীয় স্বজন সহ বহু ছাত্ররা শেষ বারের মত দেখতে ভিড় জমাতে দেখা গেছে। মরহুমের জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের ছিদ্দিক আলী ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ছাত্র কালেক্টরেট জামে মসজিদের খতিব ও মান্দারী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ মোঃ মোশাররফ হোসাইন।
মাওঃ মোঃ আমির হোসাইন ফরিদগঞ্জ রামপুর বাজার দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসার ছাত্র ছিলেন এবং তিনি ওই মাদ্রাসায় উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হর্ণি দূর্ঘাপুর আলেম মাদ্রাসায় আরবি প্রভাষক ছিলেন। চৌমুহনী বাজার জামে মসজিদ দীর্ঘ ৪৫ বছর খতিবের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মরহুম মাওঃ মোঃ আমির হোসাইন চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মদনা দরবার শরীফের পীর কামেল মাওঃ মোখতার আহমদ (রহঃ) এর বড় জামাতা ছিলেন।
মরহুমের ১ম ছেলে মোঃ রেদওয়ান, ২য় ছেলে মাওঃ মোঃ নাজমুস শাহাদাত আরবি প্রভাষক ওছমানিয়া কামিল মাদ্রাসা, ৩য় ছেলে মাওঃ মোঃ আনোয়ার হোসাইন উপাধ্যক্ষ ফরিদগঞ্জ কাসিয়ারা মহিলা মাদ্রাসা, ৪র্থ ছেলে ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন পিজি হাসপাতাল ঢাকা, ৫ম ছেলে মাওঃ মোঃ আলাউদ্দিন প্রভাষক ঢাকা মিরপুর পুলিশ লাইন সিটি কলেজ , ৬ ষ্ঠ ছেলে মাওঃ মোঃ ছালাহ উদ্দিন আরবি প্রভাষক গন্ডামারা ফাযিল মাদ্রাসায় কর্মরত রয়েছেন।