শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

৩২ বছর যাবৎ পত্রিকা বিক্রি করে দিন চলছে হকার কবির গাজীর

মিজানুর রহমান
৩২ বছর যাবৎ পত্রিকা বিক্রি করে দিন চলছে হকার কবির গাজীর

ভোরের আলোর সঙ্গে পাল্লা দিয়ে দিন শুরু হয় তাদের। কাক ডাকা ভোর থেকে পত্রিকা নিয়ে তাকে ছুটতে হয় গ্রাহকের দুয়ারে। ঝড়-বৃষ্টি, গরম কিংবা শীত এ নিয়মের ব্যত্যয় ঘটে না। তারা মানুষের অধিকার আদায়ের সংবাদ পৌঁছে দিলেও নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশ-বিদেশের খবর ঘরে ঘরে পৌঁছে দিলেও তারা রয়ে যান খবরের অন্তরালে।

চাঁদপুর শহরে হকারী করে সংবাদপত্র বিক্রি করছেন মোঃ কবির হোসেন গাজী। এখন বয়স ষাটোর্ধ্বে হলেও যুবক বয়স থেকেই এ পেশায় জড়িত তিনি। ৩২ বছর যাবত খবরের কাগজ বিক্রি করে আসছেন। ১৯৮৮ সালে আল-আমিন একাডেমিতে চাকরি করার সুবাদে প্রথমে দৈনিক সংগ্রাম পত্রিকা দিয়ে শুরু কবির গাজীর হকারী। এরপর আসলাম খানের সংবাদপত্র এজেন্টের পত্রিকা নিয়ে গ্রাহকদের পৌঁছে দিতেন। নব্বই সাল থেকে শহরের নুরুন্নবী পাটোয়ারী এজেন্টের মাধ্যমে এখন পর্যন্ত দৈনিক পত্রিকা বিক্রির হকারী পেশা ধরে রেখেছেন।

অনলাইন মিডিয়ার যুগে খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় বর্তমানে গরিব আলোতেই কোনরকম দিন চলে যাচ্ছে তার। শহরের গুণরাজদি ১১নং ওয়ার্ডস্থ গাজী বাড়িতে স্ত্রী ও তিন ছেলে সন্তান নিয়ে তার পরিবার। করোনাকালীন সময়ে পত্রিকা বিক্রি হ্রাস পায়। অনেক অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান পত্রিকা নেয়া বন্ধ করে দিয়েছে।

কবির হোসেন গাজী জানান, আগে ৩০০ থেকে ৩৫০ পত্রিকা তিনি শহরের নির্ধারিত এলাকায় বিক্রি করতেন। করোনা দুর্যোগ এবং ফেসবুকের কারণে এখন তার পত্রিকায় বিক্রি ২০০ থেকে কমে গেছে। পত্রিকা বিক্রির কমিশন বাবদ যে টাকা আয় হয় তাতে সংসারে খরচ মিটছে না। ছেলেরা সহযোগিতা করায় এখনো পুরানো পেশা ধরে রেখেছেন।

কবির গাজী বলেন, এখন ইচ্ছে করলেও অন্য কিছু করতে পারি না। করোনার পর থেকেই পত্রিকা বিক্রি কমে গেছে। আমাদের খুবই খারাপ অবস্থা যাচ্ছে। তার মতে একতরফা খবরের কারণে মানুষ পত্রিকাগুলো গ্রহণ করছে না। আগে সবদলের লোকজন পত্রিকা কিনে পড়তো। এখন যারা পত্রিকা পড়তে অভ্যস্থ শুধুই তারা প ত্রিকা কিনে পড়ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়