প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৭:২৬
ইউএনও ফাহমিদা হকের স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণ করায়
মতলবের সাংবাদিকদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক সাংবাদিকদের সাথে স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মতলব প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
|আরো খবর
সাংবাদিকরা বলেন, আমরা কেউ আইনের উর্ধ্বে নই। সমাজের সকল অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে লিখনির মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে ভ‚মিকা রেখে আসছি। আমরা যারা উপজেলা ও জাতীয় পর্যায়ে সংবাদপত্রের সাথে জড়িত রয়েছি একে অপরের পরিপূরক। আমরা করো শত্রæ বা প্রতিপক্ষ নই। নেতৃবৃন্দরা আরো বলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গত ১৯ ডিসেম্বর ২০১৯সালে অত্র উপজেলায় যোগদান করার পর আমাদের সাথে কোন তথ্য নিয়ে সমন্বয় করেন না। তিনি তাঁর ইচ্ছেমত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের ছবি পোস্ট করে থাকেন। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনুষ্ঠানের তথ্য জানতে চাইলে তিনি বলেন, সংবাদ লিখলে কি লাভ হবে? আমার আইডি থেকে ছবি নামিয়ে সংবাদ লিখে দেন। এভাবেই তিনি কর্মকাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। আমরা রাষ্ট্রীয় স্বার্থে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার করতে তাঁর কাছে তথ্য চাইলেও তিনি অপারগতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের কর্মকান্ডের তথ্যও আমাদেরকে না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিক ও মতলববাসীর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য বিভ্রাট করে যাচ্ছেন। আমরা সাংবাদিকরা এক ও অভিন্ন। এ ঘটনাকে কেন্দ্র করে মতলবের সাংবাদিকবৃন্দ চাপা ক্ষোভ বিরাজ করছে। চাঁদপুর জেলা ও মতলববাসীর উদ্দেশ্যে সাংবাদিকরা আরো বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।