প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:২৯
জামায়াতের এমপি প্রার্থীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

একটি ফেইসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার ছোট ভাই উল্লেখ করে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রচার করে জামায়াতে ইসলামী ও এমপি প্রার্থীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালানোর বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
|আরো খবর
আমার কোনো ছোট ভাই নাই। আমার ৪ ভাইয়ের মধ্যে আমি সকলের ছোট। তাছাড়া যে সকল ব্যক্তি যাচাই বাছাই না করে এ ধরনের জঘন্য মিথ্যাচার অপপ্রচারে লিপ্ত হয়ে কমেন্ট শেয়ার করছেন, তারা বিকৃত রুচির মানুষ হিসেবে সকলের নিকট বিবেচিত হবেন। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি।







